Pakistan Terrorist Killed : পাকিস্তানে গুলিতে ঝাঁজরা লস্কর জঙ্গি সইফুল্লা,ভারতে একাধিক হামলার মাস্টারমাইন্ড

7

ডিজিটাল ডেস্ক ১৮ মে : পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে খতম হল ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবা জঙ্গি সইফুল্লা খালিদ। এলোপাথাড়ি গুলিচালনার ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (Pakistan Terrorist Killed)। ভারতের মাটিতে ঘটে যাওয়া তিনটি বড়সড় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড ছিল সে। যদিও কে বা কারা এই হামলার পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে এই কুখ্যাত জঙ্গির মৃত্যু নিঃসন্দেহে ভারতের জন্য একটি বড় স্বস্তির খবর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নেপালে লস্কর-ই-তৈবার সংগঠন বিস্তারের দায়িত্বে ছিল সইফুল্লা খালিদ। সেখান থেকেই একের পর এক জঙ্গি হামলা চালানো হতো ভারতের মাটিতে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতের গোয়েন্দা বিভাগ নেপালে তার অবস্থান শনাক্ত করায় সম্প্রতি সে নেপাল ছাড়তে বাধ্য হয় এবং পাকিস্তানে ফিরে যায়। এরপর লস্কর জঙ্গি গোষ্ঠী ও পাক সেনার সহায়তায় সে সিন্ধ প্রদেশে আত্মগোপনের ব্যবস্থা করে। তবে এতসব নিরাপত্তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। রবিবার দিনদুপুরে সিন্ধের মলতি ফলকারা চক এলাকায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালিয়ে সইফুল্লাকে হত্যা করে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে নেপালে গিয়ে গা-ঢাকা দেওয়ার সময় সইফুল্লা খালিদ নিজের পরিচয় গোপন করতে ‘বিনোধ কুমার’ নামে পরিচয় দেয়। নিরাপত্তাবাহিনীর নজর এড়াতে এমন একাধিক ভুয়ো নাম ব্যবহার করেছে সে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের মাটিতে বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই লস্কর জঙ্গি। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অডিটরিয়ামে আন্তর্জাতিক সম্মেলন চলাকালীন হামলা এবং ২০০৬ সালে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস সদর দপ্তরে হামলার নেপথ্যে ছিল সইফুল্লা।

পাকিস্তান যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, তা ‘অপারেশন সিঁদুর’-এর পর গোটা বিশ্ব ভালভাবেই বুঝে গেছে। পহেলগাঁও হামলার পাল্টা জবাবে ভারত যখন পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়, তখনও সন্ত্রাসের প্রতি পাকিস্তানের নরম মনোভাব স্পষ্ট হয়ে যায়। জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ তো দূরের কথা, উলটে সন্ত্রাসবাদীদের অন্ত্যেষ্টিক্রিয়ায় পাক সেনা আধিকারিকদের যোগ দিতে পর্যন্ত দেখা গিয়েছিল। সেই ঘটনার ছবি ভারত সরকার প্রকাশ্যে আনতেই আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনার মুখে পড়ে ইসলামাবাদ। তবুও পাকিস্তানের অবস্থানে কোনও পরিবর্তন আসেনি। সিন্ধ প্রদেশে ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সইফুল্লা খালিদের অজ্ঞাত বন্দুকবাজের গুলিতে মৃত্যুই ফের প্রমাণ করে দিল, পাকিস্তানের চরিত্রে সন্ত্রাস এখনও গভীরভাবে গেঁথে রয়েছে।

Comments are closed.