ডিজিটাল ডেস্ক, ৩০ এপ্রিল: পহেলগাঁও জঙ্গি হামলার পর সীমান্তে উত্তেজনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে টানা গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনা। মঙ্গলবারের পর বুধবারও নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ফলে টানা ছ’দিন ধরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রতিবারই ভারতীয় সেনা শক্ত হাতে জবাব দিয়েছে।
এর আগে, সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুলা সেক্টরে পাক সেনার তরফে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তারও আগে হামলা চলে পুঞ্চ সেক্টরে।
এই প্রেক্ষাপটে সেনার তরফে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, যদি পাকিস্তান শিমলা চুক্তি ভেঙে শান্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়, তাহলে ভারতও সেই চুক্তি রক্ষার দায়ে বাধ্য নয়।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটক-সহ ২৬ জন নিহত হন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ সন্ত্রাসমূলক ঘটনা। এই হামলা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। ভারতের পক্ষ থেকে এই ঘটনার পিছনে পাক মদত থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং প্রতিবেশী দেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এরই জেরে ভারত একাধিক চুক্তি, যেমন সিন্ধু জলচুক্তি, বাতিল করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারত-পাকিস্তান সীমান্তে শান্তি রক্ষায় স্বাক্ষরিত ‘শিমলা চুক্তি’ বাতিলের সিদ্ধান্ত নেয়। এর ফলে সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং উত্তেজনা লাগাতার বেড়েই চলেছে।
Comments are closed.