PANCHAYAT ELECTION : পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বড় জয় পেল বিজেপি
PANCHAYAT ELECTION : সংখ্যাগুরু হোক কিংবা সংখ্যালঘু, উভয় সম্প্রদায়েই বেড়েছে বিজেপির গ্রহণযোগ্যতা। বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করলে, বিজেপি জয়ী হয়েছে প্রায় ১০৩ টি আসনে। পঞ্চায়েত নির্বাচনের পর এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বড় জয় পেল বিজেপি
৩০০টি জেলা পরিষদ আসনে জয় মিত্রজোট
২৭২টি আসনে একাই জয়ী হয়েছে বিজেপি
২৮টি আসনে জয় অসম গণ পরিষদের
মঙ্গলবার রাজ্য বিজেপি কার্যালয়ে দিলীপ শইকিয়াকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার। পঞ্চায়েত ভোটের ফলাফল হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি আসনেও জয়ী হতে পারেনি কংগ্রেস । বিপরীতে সংখ্যালঘু অধ্যুষিত আসনে ভালো ফলাফল করেছে বিজেপি
মুখ্যমন্ত্রী আরও জানান, পঞ্চায়েতের ফলাফল পর্যালোচনা করলে দেখা যাবে, রাজ্যের ১০৩টি বিধানসভা আসনে জয়ী হয়েছে বিজেপি
মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান মতে, একশ শতাংশ অসমিয়া গ্রামেও জয়ী হয়েছে বিজেপি
অসমিয়া মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছেন
একইভাবে বরাকের মুসলিমরাও বিজেপির দিকে ঝুঁকছেন
এখনও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। তবে নির্বাচনে বিজেপি যে বাজিমাত করেছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মুখ্যমন্ত্রীর মতে, বিধানসভার প্রাক্কালে এই জয় বড় প্রাপ্তি।
Comments are closed.