ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া পরাগ জৈন এবার ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সীমান্ত পারের পাক জঙ্গিঘাঁটির অবস্থান চিহ্নিত করতে সাহায্য করেছিলেন তিনি। এর আগে ‘র’-এর আকাশপথ নজরদারি শাখা, ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে ছিলেন তিনি (Parag Jain RAW Chief)। ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসারকে র-এর মুখ্য হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি। আগামী ১ জুলাই তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন।
জানা গিয়েছে, ‘র’-এর প্রধান পদে পরাগ জৈনের নাম সুপারিশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস অফিসার তাঁর দীর্ঘ কর্মজীবনে একাধিক সাফল্যের জন্য চর্চার কেন্দ্রে ছিলেন। লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে আসা মাদকের চোরাচালান রুখতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। খলিস্তানপন্থী সন্ত্রাস দমনের ক্ষেত্রেও ভূমিকা ছিল তাঁর। ২০২১ সালের ১ জানুয়ারি তিনি পাঞ্জাব পুলিশের ডিজিপি পদে নিযুক্ত হন। তবে বিশেষভাবে ‘অপারেশন সিঁদুরে’ অভিযানে পিওকে-তে এবং পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করতে তাঁর নেতৃত্বই তাঁকে শীর্ষপদে পৌঁছে দেয় বলে মত বিশেষজ্ঞদের। সেই সময় তিনি ‘র’-এর ড্রোন ও আকাশপথ নজরদারি শাখা ‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর দায়িত্বে ছিলেন। এর পাশাপাশি, জম্মু-কাশ্মীর অঞ্চলেও সন্ত্রাসবিরোধী অভিযানে তাঁর সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে।
‘অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার’-এর নতুন প্রধান হিসেবে পরাগ জৈনের নাম ঘোষণা করা হয়েছে শনিবার, ২৮ জুন। তিনি ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে এই পদে রয়েছেন রবি সিনহা, যিনি ৩০ জুন অবসর নেবেন।