Paresh Pal Interim Bail Appeal : বিজেপি কর্মী হত্যা মামলায় হাই কোর্টে আগাম জামিনের আর্জি বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলরের

13

ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন রাতে বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় এবার আগাম জামিনের আবেদন জানালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ (Paresh Pal Interim Bail Appeal)।

তাঁদের আইনজীবীরা জানান, এই মামলায় তাঁদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে। তদন্তে সহযোগিতা করার সদিচ্ছা থাকলেও হঠাৎ করেই সিবিআই চার্জশিট দাখিল করায় নিজেদের আইনি সুরক্ষার প্রয়োজন পড়ে। সেই কারণেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছেন।

আগামী ১৬ জুলাই বেলেঘাটা বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পাল, মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং কাউন্সিলর পাপিয়া ঘোষের আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। প্রসঙ্গত ওই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে, ইতিমধ্যেই সিবিআই ওই তিন তৃণমূল নেতা-নেত্রীকে ১৮ জুলাইয়ের মধ্যে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছে। প্রসঙ্গত, অভিজিৎ সরকার বেলেঘাটার বাসিন্দা ও বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন কলকাতার বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটে। সেই সময় অভিজিৎ ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তাঁর বাড়ি এবং পোষ্যদের উপর হামলা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

এই ঘটনায় অভিজিতের পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে। সম্প্রতি সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম রয়েছে।