Paresh Pal Relief In BJP Murder Case : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন মামলায় আপাতত স্বস্তিতে পরেশ পাল ও সহ ২ কাউন্সিলর
ডিজিটাল ডেস্ক, ১৬ জুলাই : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল ও দুই কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ আগস্ট পর্যন্ত এই মামলায় নিম্ন আদালতে কোনও শুনানি হবে না। উল্লেখ্য, অভিজিৎ সরকার খুনের ঘটনায় অতিরিক্ত চার্জশিটে পরেশ পাল-সহ দুই কাউন্সিলরের নাম উঠে আসে। এরপরই তিন তৃণমূল নেতা আগাম জামিনের আবেদন জানান আদালতে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত এই অন্তর্বর্তীকালীন রায় দেয়, যা আপাতত তাঁদের আইনি স্বস্তি এনে দিল (Paresh Pal Relief In BJP Murder Case)।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কাঁকুড়গাছির বিজেপি নেতা অভিজিৎ সরকার হত্যার অভিযোগ ওঠে। তাঁর পরিবার দাবি করে, অভিজিৎকে নৃশংসভাবে অত্যাচার করে হত্যা করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেয়, যেখানে মোট ২০ জনকে অভিযুক্ত হিসেবে নাম করা হয়।
চলতি মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বিতীয় অতিরিক্ত চার্জশিট দাখিল করে, যেখানে ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এই তালিকায় ছিলেন বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলর। চার্জশিট দাখিলের পরপরই তাঁরা কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। বুধবার ওই মামলার শুনানিতে আদালতের তরফে স্বস্তি পান বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ।