Partha Chatterjee Got Bail : সুপ্রিম কোর্টে সিবিআই মামলাতে পার্থকে জামিন! জেলমুক্তি কবে?

52

ডিজিটাল ডেস্ক, ১৮ অগাস্ট : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড়সড় স্বস্তির খবর। এবার সিবিআই-এর দায়ের করা মামলাতেও তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট। এর আগেই তিনি ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন, কিন্তু একাধিক মামলা থাকার কারণে এখনও মুক্তি পাননি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারেই বন্দি। তবে সোমবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তাঁর জেল থেকে মুক্তির সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে (Partha Chatterjee Got Bail)।

তবে আইনজীবীদের একাংশ মনে করছেন, ইডি ও সিবিআইয়ের মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু মামলা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই কারণে এখনই তাঁর মুক্তি নিশ্চিত নয়। ২০২২ সাল থেকে তিনি এই মামলায় জেলবন্দি রয়েছেন।

জানা গেছে, সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে উঠেছিল পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি। তাঁর পক্ষের আইনজীবী জানান, ইডি যে শর্তে জামিন দিয়েছিল, পার্থ চট্টোপাধ্যায় সেই সমস্ত শর্ত পূর্ণভাবে মেনে চলেছেন। তাই এবার সিবিআই-এর মামলাতেও তাঁকে জামিন দেওয়া উচিত। যদিও সিবিআই তার জামিনের বিরোধিতা করে।

তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, তিন বছর কেটে গেলেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন কোনও তথ্য বা অগ্রগতি দেখা যায়নি। দু’পক্ষের সওয়াল-জবাবের পর, নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যকে জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

আইনজীবীদের একাংশ মনে করছেন, ইডি ও সিবিআই-এর মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও তাঁর তৎক্ষণাৎ জেলমুক্তি সম্ভব নাও হতে পারে। কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এখনও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

তবে অন্য একাংশের মতে, ইডি ও সিবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ মামলায় শর্তসাপেক্ষে জামিন পাওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের ধারণা, এই রায়ের প্রেক্ষিতে বাকি মামলাগুলিতেও জামিন পাওয়ার পথ সহজ হবে। সে কারণে তাঁদের আশা, জেলমুক্তি আর বেশি দিন দূরে নয়।