Patna Shootout Arrest : পাটনা কাণ্ডে জালে অন্যতম তিন অভিযুক্ত!

14

ডিজিটাল ডেস্ক, ২২ জুলাই : বিহারের পাটনার পারস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্দি চন্দন মিশ্র খুনের ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে তিনজন পুলিশের জালে ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর দু’জনকে গ্রেফতার করা হয় (Patna Shootout Arrest)। গ্রেফতার হওয়া দু’জন হলেন বলবন্ত কুমার সিং ও বরিরঞ্জন কুমার সিং।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের কাছ থেকে দু’টি পিস্তল এবং একটি রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গুলির লড়াইয়ে দু’জন অভিযুক্ত আহত হয়, যাদের বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রবিবার চন্দন মিশ্র খুনের ঘটনায় কলকাতার নিউটাউন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করেছিল বিহার পুলিশ। এই সফল অভিযানে সহযোগিতার জন্য বিহার পুলিশ পরে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায়।

গত বৃহস্পতিবার সকালে পাটনার পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে ২০৯ নম্বর কেবিনে শুয়ে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি চালায় মূল শুটার তৌসিফ রাজা ও তার চার সহযোগী। হাসপাতালের বেডেই গুলিবিদ্ধ হয়ে চন্দনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খুনের পর অভিযুক্তরা একটি সাদা রঙের গাড়ি করে পারস হাসপাতাল থেকে পালিয়ে যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভি ফুটেজে ওই গাড়ির চিহ্ন মেলে। সেই সূত্র ধরেই রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দারা একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারেন, গাড়িটি পূর্ব কলকাতার আনন্দপুর এলাকার একটি নামী বহুতল আবাসনে ঢুকেছে।

তবে সেখানে তল্লাশি চালিয়েও গাড়িটির কোনও খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী তদন্তে দেখা যায়, গাড়িটি ওই আবাসন থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার পর আনন্দপুরের একটি গেস্ট হাউসে ফিরে আসে। সেখান থেকেই গাড়ির অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় গোয়েন্দারা।

এদিকে, বিহার পুলিশের এসটিএফ ও ভোজপুর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের ঘটনায় দু’জন অভিযুক্ত গ্রেফতার হয়, যা এই তদন্তে বড় অগ্রগতি এনে দেয়।