Plane Crash Dhaka : ফের বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১

11

ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ল। সোমবার দুপুর দেড়টা নাগাদ বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনে আছড়ে পড়েছে। ভয়াবহ দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি উসকে উঠছে (Plane Crash Dhaka)।

বাংলাদেশ সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ঢাকার অভিজাত উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি বিমান ভেঙে পড়েছে। ঘটনাস্থলের কাছে অবস্থিত মাইলস্টোন কলেজ ও স্কুল। বিমানটি কলেজ ভবনের ছাদে গিয়ে ভেঙে পড়ে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত নয়। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। দুপুর ১টা ৬ মিনিটে এটি তেজগাঁও বিমানঘাঁটি থেকে উড়েছিল। ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজের ছাদে আগুন জ্বলছে এবং আতঙ্কে পড়ুয়ারা এদিক-ওদিক ছোটাছুটি করছে।

দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চারজনকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের কাজে ব্যবহৃত একটি এফ-৭ বিমান দুর্ঘটনায় ভেঙে পড়েছে। দমকল বিভাগের আধিকারিক লিমা খান প্রথম আলোকে জানিয়েছেন, বিমানটি মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের ছাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইউনিট কাজ করছে। পৌঁছে গেছে পুলিশ বাহিনীও। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের অধিকাংশই ওই স্কুল-কলেজের পড়ুয়া। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও কলেজ ভবনের বাইরে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা।