PM Modi On Independence Day: স্বাধীনতা দিবসের ভাষণে,প্রধানমন্ত্রীর ‘দিওয়ালি উপহার’,যুবক-যুবতিদের জন্য ১৫ হাজার টাকা !

60

ডিজিটাল ডেস্ক ১৫ই অগাস্টঃ ১৫ আগস্টের সকালে লালাকেল্লা থেকে ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবসে,জাতীর উদ্দেশ্যে ভাষন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ম মেনেই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা গেল লালাকেল্লা থেকে। জানালেন, জিএসটি সংস্কারের কথা। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।’ তারপরেই বলেন, ‘গত আট বছরে আমরা জিএসটির বড় সংস্কার করেছি। গোটা দেশে ট্যাক্স কম করেছি, ট্যাক্স নীতি ব্যবস্থাকে সরল করেছি। আট বছর পর, সময়ের দাবি মেনেই এবার রিভিউ। আমারা হাই-পাওয়ার কমিটি দিয়ে রিভিউ করিয়েছি। রাজ্যগুলির সঙ্গে আলচনা করেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনতে চলেছি। এই দিওয়ালির মধ্যেই তা দেশবাসীর জন্য উপহার হয়ে আসবে। করের হার অনেকটাই কমে যাবে। বিশেষ উপকৃত হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প।’বহু ক্ষেত্রে করকাঠামোয় সরলীকরণ হবে। অনেকক্ষেত্রেই বড়সড় করছাড় পাবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত(PM Modi On Independence Day)।

একইসঙ্গে এদিন মোদি ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ ঘোষণা করেছেন। মোদি এদিন জানান, যাঁরা বেসরকারি খাতে তাঁদের প্রথম চাকরি শুরু করবেন, সরকার থেকে তাঁদের ১৫ হাজার টাকা দেওয়া হবে। দেশ যে কোনও পরিস্থিতিতেই কৃষকদের সঙ্গে আপোস করবে না, এদিন সেই বিষয়েও স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। বেসরকারি খাতে সরকারিও সাহায্যের জন্য এদিন বৃহৎ কর্মসংস্থার প্রকল্পের ঘোষণা করেন। নয়া এই প্রকল্পের জন্য ৯৯, ৪৪৭৬ কোটি টাকা বাজেটও রাখা হয়েছে। বেসরকারি সংস্থাগুলিকেও সাহায্য করবে সরকার। ঘোষণা অনুযায়ী, নতুনদের যে সমস্ত সংস্থা চাকরিতে নেবে, তাদের প্রতি কর্মচারী পিছু ৩০০০ টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। নয়া এই প্রকল্পটি কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা অর্থাৎ ইপিএফও’র মাধ্যম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী মোদি শুক্রবার ‘আত্মনির্ভরতা’ বা আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যা সরকার দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই শব্দের অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্ভরতা যখন অভ্যাসে পরিণত হয় তখন তা দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। তাই সর্বদা সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরতা কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড এবং ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়।’আত্মনির্ভরতার উপর আরও জোর দিয়ে তাঁর বার্তা, কোনও দেশের উপর নির্ভরশীলতা বিপজ্জনক।