Police Death : আলিপুর বডিগার্ড লাইনে চারতলায় পুলিশ কর্মীর দেহ!

7

ডিজিটাল ডেস্ক, ৪ জুন : দশদিন ধরে নিখোঁজ থাকার পর, কলকাতার আলিপুর বডিগার্ড লাইন্সের ৪ নম্বর ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশ কর্মীর ঝুলন্ত মৃতদেহ (Police Death)। দেহে ইতিমধ্যেই পচন ধরেছে, যা ঘটনার আরও গভীরতা বাড়াচ্ছে। মৃত ব্যক্তির নাম সুখলাল মুর্মু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কলকাতা পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মী তৃতীয় ব্যাটেলিয়নে নিযুক্ত ছিলেন এবং তাঁর বাড়ি পুরুলিয়া জেলার মানবাজারের পেদ্দা হরিপুর গ্রামে। তিনি ২৬ মে থেকে নিখোঁজ ছিলেন, যার পর ২৮ তারিখ তাঁর নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হলেও, তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত, এদিন দুপুরে আলিপুর বডিগার্ড লাইনের চারতলার সিঁড়ির জানলার কাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দ্রুত উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়। চারতলার সিঁড়ির জানলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর মৃতদেহ ঝুলতে দেখা যায়, যার একাধিক অংশে পচন ধরেছে। ফলে প্রশ্ন উঠছে—তিনি কি কয়েকদিন আগেই মারা গিয়েছিলেন? মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর ব্যক্তিগত জিনিসপত্র ঘেঁটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যেখানে ইঙ্গিত পাওয়া যায় যে দুর্ঘটনার ফলে তাঁর বাম হাতে আঘাত ছিল এবং সেই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই মানসিক চাপ থেকেই কি তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন? যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই প্রকৃত সত্য স্পষ্ট হবে বলে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন। ইতিমধ্যে মৃতের পরিবারকে এই মর্মান্তিক ঘটনার কথা জানানো হয়েছে।