PRADYUT BORDOLOI : ঘুমের মধ্যেও গৌরবের স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী!

12

PRADYUT BORDOLOI : কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের বিরুদ্ধে আক্রমণে ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। গৌরবের পাক-সংযোগ প্রসঙ্গ তুলে ক্রমাগত আক্রমণ করে চলেছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে এবারে পাল্টা আক্রমণে সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। তাঁর মন্তব্য, ২০২৬ সালের নির্বাচনে গদি হারানোর ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী ডঃশর্মা।

বিজেপি সরকারের সমালোচনা করে প্রদ্যুৎ এদিন বলেন, জাগিরোড কেন্দ্রে রীতিমতো সন্ত্রাসের রাজত্ব চলছে। কংগ্রেস কর্মী-সমর্থকদের ভীতি প্রদর্শন, হুমকি দেওয়া হচ্ছে। কাউকে প্রলোভন দেখানো হচ্ছে। কাউকে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। এমনকি, মিথ্যে মামলায় কংগ্রেসিদের ফাঁসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রদ্যুৎ বলেন, এসব হুমকি, সন্ত্রাস চললেও কাউকে ভয় করে না কংগ্রেস। স্থানীয় মন্ত্রীর চোখ রাঙানিকেও কেউ ভয় করে না। কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাবে, সংগ্রাম করে যাবে।

এক প্রশ্নের জবাবে প্রদ্যুৎ বলেন, মুখ্যমন্ত্রীর গৌরব ফোবিয়া হয়েছে। ঘুমের মধ্যেও গৌরবের স্বপ্ন দেখছেন। গৌরবকে ভয় পাবার কী আছে! মুখ্যমন্ত্রী আজকাল প্রলাপ বকতে শুরু করেছেন। তিনি বলেন, গৌরব গগৈ যদি পাকিস্তানের এজেন্ট হয়ে থাকেন তাহলে তার প্রমাণ দেওয়া হোক।

প্রদ্যুৎ বরদলৈ বলেন, গৌরব গগৈ একজন সম্ভাবনাময় তরুণ নেতা। সেই নেতার উপরে এভাবে মিথ্যে অপবাদ চাপিয়ে দেবার চেষ্টা অসমের মানুষ গ্রহণ করবে না। বরং ,এই মিথ্যাচারের বিষয়টি হিমন্তের পক্ষে ব্যুমেরাং হয়েই ফিরে আসবে।

পঞ্চায়েত নির্বাচনকে টেট পরীক্ষা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। একথা স্মরণ করিয়ে দিলে প্রদ্যুৎ বলেন, মুখ্যমন্ত্রী আতঙ্কিত। ২০২৬ এর নির্বাচনে তিনি গদি হারাবেন। কংগ্রেস অন্যান্য দলের সঙ্গে নতুন সরকার গড়বে।

জাগিরোডের পশ্চিম নগাঁওয়ে এদিন নিৰ্বাচনী প্রচারে এসে হিমন্তকে তীব্র আক্রমণ করেন সাংসদ প্ৰদ্যুৎ বরদলৈ। নিৰ্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিনি কংগ্ৰেস সমৰ্থিত প্ৰাৰ্থীদের জয়ী করার আহ্বান জানান।

Comments are closed.