President In Bengal: বঙ্গ সফরে রাষ্ট্রপতি ,তিলত্তমায় যান নিয়ন্ত্রনে কড়াকড়ি

98

ডিজিটাল ডেস্ক ৩০শে জুলাইঃ রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । দুদিনের সফরে আজ অর্থাৎ বুধবার রাজ্যে আসছেন তিনি। ওই দিন দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি আসবেন কল্যাণী। কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি দীক্ষান্ত ভাষণ দেবেন(President In Bengal)।

এইমস্ কর্তৃপক্ষ মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানান, কাল সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এইমসে আসছেন, এটা আমাদের কাছে গর্বের বিষয়। রাষ্ট্রপতি নিজের হাতে শংসাপত্র তুলে দেবেন ৩ জন ছাত্রের হাতে। তাঁরা হলেন, সান্ধ্যদীপ রায়, কলরব মুখার্জি, কিরণময় মাঝি। এবং সান্ধ্যদীপ রায়ের হাতে তুলে দেওয়া হবে সোনার পদক, কলরব মুখার্জী রূপোর পদক ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হবে কিরণময় মাঝির হাতে।

যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সমাবর্তন অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে জানিয়েছেন এইমস কর্তৃপক্ষ। রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য । রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনের তরফে কল্যাণীতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৩০ জুলাই বিকেল সাড়ে চারটে থেকে রাত ৯টা পর্যন্ত সাউথ সিঁথি রোড, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার পাঁচ মাথা মোড়, ভূপেন বোস অ্যাভিনিউ, জেএম অ্যাভিনিউ, সিআর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, লালবাজার স্ট্রিট, বিবাদী বাগ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, আর আর অ্যাভিনিউয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অন্যদিকে আগামীকাল ৩১ জুলাইতেও সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত আর এভিনিউ,রেড রোড,খিদিরপুর রোড,হসপিটাল রোড, এজেসি বোস রোড ফ্লাইওভার,মা ফ্লাইওভার, ইএম বাইপাস, হিডকো ক্রসিং, দুর্গাপুর ব্রিজে যান নিয়ন্ত্রণে কড়াকড়ি থাকবে । এছাড়া ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত দশটা পর্যন্ত রাজভবনের সামনের রাস্তা দিয়ে সব ধরনের ভারী গাড়ি চলাচল বন্ধ রাখা হচ্ছে। উপরোক্ত রাস্তাগুলিতে ওই নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ পরিস্থিতি বুঝে যান চলাচল বন্ধ বা নির্দিষ্ট রুটে পরিবর্তিত করতে পারে।