Prime Minister On Independence Day: লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর হুঙ্কার! ‘অপারেশন সিঁদুর’ থেকে আত্মনির্ভরতার বানী

55

ডিজিটাল ডেস্ক ১৫ই অগাস্টঃ ১৫ আগস্ট, ২০২৫। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। অন্যান্য বছরের মতো এদিনও স্বাধীনতা দিবসের সকালে লাল কেল্লায় হাজির হয়েছেন প্রধানমন্ত্রী। দেশের উদ্দেশে স্বাধীনতা দিবসে মোদি কী বার্তা দেন, নজর ছিল সেদিকে। একই সঙ্গে জল্পনা ছিল,বার্তায় অবশ্যই থাকবে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। হল তাই। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বারে বারে কড়া হুমকি, হুঁশিয়ারি এবং সাফ বার্তা দিলেন পাকিস্তানকে(Prime Minister On Independence Day)।

প্যাহেলগাঁও এবং অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য——-
বক্তব্যে অপারেশন সিঁদুর হিরোদের প্রশস্তি করেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলা প্রসঙ্গে মোদি বলেন, অপারেশন সিঁদুর ছিল ভারতীয়দের ক্রোধের প্রতিফলন। শত্রুদের কল্পনাতীত শাস্তি দেওয়া হয়েছে, বক্তব্যে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, এখনও প্রতিদিন পাকিস্তানের ঘুম বিঘ্নিত হয়। ভারতের সশস্ত্র বাহিনী পাকিস্তানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা এতটাই ব্যাপক ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পহেলগাঁও হামলা পর, কীভাবে প্রত্যাঘাত, পরিকল্পনার সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল কেন্দ্র। সেই প্রসঙ্গে ফের এদিন মনে করান প্রধানমন্ত্রী। বলেন, ২২শে এপ্রিলের পর, আমরা বাহিনীকে পরিকল্পনা, লক্ষ্য এবং সময় বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম এবং আমাদের বাহিনী এমন কিছু করেছে যা দশকের পর দশক ধরে কখনও ঘটেনি।

আত্মনির্ভরতা——-
প্রধানমন্ত্রী মোদি শুক্রবার ‘আত্মনির্ভরতা’ বা আত্মনির্ভরতার জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছেন, যা সরকার দীর্ঘদিন ধরে প্রচার করে আসছে। এই শব্দের অর্থ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্ভরতা যখন অভ্যাসে পরিণত হয় তখন তা দুর্ভাগ্যজনক হয়ে ওঠে। তাই সর্বদা সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। আত্মনির্ভরতা কেবল আমদানি, রপ্তানি, রুপি, পাউন্ড এবং ডলারের মধ্যে সীমাবদ্ধ নয়।’আত্মনির্ভরতার উপর আরও জোর দিয়ে তাঁর বার্তা, কোনও দেশের উপর নির্ভরশীলতা বিপজ্জনক। এই বার্তা আগেও দিয়েছিলেন। ভারত-পাক দ্বন্দ্বের আবহে দেশের প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন, কোনও মূল্যেই জল আর রক্ত একসঙ্গে বইবে না। সেই একই কথা ফের শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়, স্বাধীনতাদিবসের বার্তায়।

পরমাণু হুমকি বরদাস্ত নয়——-
পরমাণু হুমকি যে ভারত বরদাস্ত করবে না, স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকেই আরও একবার স্পষ্ট বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে মোদি এদিন তাঁর বার্তায় মনে করিয়েছেন, সন্ত্রাসবাদী এবং তাদের মদতকারী, এই দুইয়ের মধ্যে কোনও পার্থক্য নেই।

জ্বালানিতে আত্মনির্ভরতার বার্তা——
জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভরতার বার্তা। রাশিয়া-আমেরিকা, এক দেশ থেকে তেল কেনা নিয়ে যখন তোপ দাগছে আর এক দেশ, তখন প্রধানমন্ত্রীর এক বার্তা গুরুত্বপুর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।