Purnam Shaw Returns Howrah Station : ঘরের ছেলে ফিরল ঘরে, হাওড়া স্টেশনে নামল পূর্ণম

6

ডিজিটাল ডেস্ক, ২৩ মে : পাকিস্তানে বন্দি থাকার পর দেশে ফেরার ৯ দিন পর অবশেষে নিজের বাড়ির পথে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার বিকেল সাড়ে চারটার পর হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছন তিনি। কিছুক্ষণের মধ্যেই তিনি হুগলির রিষড়ার বাড়িতে পৌঁছবেন (Purnam Shaw Returns Howrah Station)।

হাওড়া স্টেশনে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে স্বাগত জানান তাঁর বাবা এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান। জাতীয় পতাকা ও ফুলের তোড়া দিয়ে বীর সেনাকে অভ্যর্থনা জানানো হয়। স্টেশনে দাঁড়িয়ে পূর্ণম আবেগঘন কণ্ঠে বলেন, “আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম।” এদিকে, রিষড়ার বাড়ির সামনে উৎসবের পরিবেশ। লোকে লোকারণ্য, যেন অকাল দীপাবলির আনন্দ। বৈদ্যুতিন আলো ও প্রদীপে সজ্জিত হয়েছে গোটা বাড়ি। বিশেষভাবে আনা হয়েছে কেক, চলছে জোর রান্নাবান্নাও। পূর্ণমের প্রত্যাবর্তনের অপেক্ষায় উচ্ছ্বাসে মেতে উঠেছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

হাওড়া স্টেশন থেকে সড়কপথে রিষড়া পৌঁছবেন পূর্ণম কুমার সাউ, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। পূর্ণমের প্রত্যাবর্তন উপলক্ষে বাড়িতে বিশেষ আয়োজন করা হয়েছে। কেক আনা হয়েছে, যা কাটা হবে উৎসবের আমেজে। প্রিয় খাবারের তালিকায় লুচি, তরকারি, মিষ্টি থাকায় সেসব রান্নার প্রস্তুতিও চলছে। পূর্ণমের বছর আটেকের ছেলে বাবার আগমনের অপেক্ষায় অধীর হয়ে আছে, সে জানিয়েছে, বাবা ফিরলে একসঙ্গে খেলা করবে। পরিবারের মধ্যে এক অদম্য উচ্ছ্বাস, আবেগ এবং আনন্দ বিরাজ করছে।

গত ২৩ এপ্রিল দুর্ঘটনাবশত সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। ভারতের চাপের মুখে অবশেষে ২২ দিন পর তাঁকে ফিরিয়ে দিতে বাধ্য হয় পাকিস্তান। ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে ভিডিওকলে অন্তঃসত্ত্বা স্ত্রী রজনীর সঙ্গে কথা হলেও তখনই বাড়ি ফিরতে পারেননি। তাঁর স্বাস্থ্যপরীক্ষা, পাকিস্তানে আটক থাকার সময় কী কী নির্যাতন সহ্য করতে হয়েছে, মানসিকভাবে কতটা স্থিতিশীল রয়েছেন—এই সমস্ত দিক খতিয়ে দেখার পরেই বাড়ি ফেরার অনুমতি মেলে। ৯ দিন পর আজ পূর্ণম তাঁর রিষড়ার বাড়ির পথে রওনা হয়েছেন।

Comments are closed.