ডিজিটাল ডেস্ক, ২০ জুন : সকালে পুরুলিয়ার বলরামপুরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন (Purulia Accident Death)। একটি লরি ও ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, এবং মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
জানা গিয়েছে, এক বিয়েবাড়ি থেকে ফিরছিলেন চালক-সহ নয়জন যাত্রী, গন্তব্য ছিল ঝাড়খণ্ডের নিমডি। পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা—পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক বাঁকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের ছোট গাড়ির। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়, এবং লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার ধারে। গাড়ির মধ্যে আটকে পড়েন বহুজন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে ছুটে যান। আহতদের বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা ৯ জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্ত ছোট গাড়িটিকে ইতিমধ্যেই জব্দ করেছে বলরামপুর থানার পুলিশ। ভয়াবহ এই সংঘর্ষের জেরে কিছুক্ষণের জন্য যানজট সৃষ্টি হয় পুরুলিয়া-জামশেদপুর জাতীয় সড়কে, যা পরে পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার সম্ভাব্য কারণ ছিল রাস্তার বাঁকে দৃশ্যমানতার ঘাটতি। মঙ্গলবার রাত থেকে নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টিতে রাস্তা ভিজে থাকায় এবং কুয়াশা ও ঝোড়ো হাওয়ার প্রভাবে ওই এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। এছাড়াও, ছোট গাড়িটির চালক ঘটনাকালে ঘুমিয়ে পড়েছিলেন কিনা, সে বিষয়েও তদন্ত করছে পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, “মৃতদেহগুলি তৎক্ষণাৎ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।”