Rahul Gandhi Questions Modi : ট্রাম্পের ‘৫ যুদ্ধবিমান ধ্বংসের’ মন্তব্য ঘিরে রাহুলের কটাক্ষ

13

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi Questions Modi)। সম্প্রতি হোয়াইট হাউসে এক নৈশভোজে ট্রাম্প দাবি করেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল।” এই মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী এক্স-এ লেখেন, “মোদীজি, ৫টি যুদ্ধবিমানের সত্যিটা কী? দেশের জনগণের সেটা জানার অধিকার আছে।”

রাহুল একটি ভিডিও-সহ পোস্ট করেন, যেখানে ট্রাম্পকে বলতে শোনা যায়, “ভারত ও পাকিস্তান একে অপরকে আঘাত করছিল, যুদ্ধবিমান ধ্বংস হচ্ছিল। আমার মনে হয়, চার বা পাঁচটি বিমান গুলি করে নামানো হয়েছিল। পরিস্থিতি আরও খারাপ হতে পারত, কিন্তু আমরা একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে সেটার সমাধান করেছিলাম।”

যদিও ট্রাম্প স্পষ্ট করে জানাননি, কোন সংঘর্ষের কথা তিনি বলছেন বা কোন দেশের কতগুলি বিমান ধ্বংস হয়েছে, তবুও তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এ নিয়ে কটাক্ষ করে বলেন, “পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর মাত্র দু’দিন আগে আবারও ‘ট্রাম্প ক্ষেপণাস্ত্র’ আঘাত হানল—এ নিয়ে এবার ২৪তম বার।”

জয়রাম রমেশ আরও বলেন, “প্রধানমন্ত্রী যিনি ২০১৯ সালের ‘হাউডি মোদী’ এবং ২০২০-র ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের মাধ্যমে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা দিয়েছিলেন, এখন তাঁরই উচিত পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিষয়ে স্পষ্ট ও নির্ভরযোগ্য বিবৃতি দেওয়া।”

মে মাসের শুরুতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালু করে, যা ছিল জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ। ওই হামলার জবাবে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে।

এই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে ওঠে। সেই সময় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাঁর মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, পাকিস্তানের অনুরোধেই দুই দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস)-র মধ্যে আলোচনা হয় এবং সেখানেই সংঘর্ষবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। কিন্তু তারা সেই দাবি প্রমাণে কোনও তথ্য বা ছবি দেখাতে পারেনি। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান জানান, যদিও সংঘর্ষে কিছু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল, পাকিস্তানের রাফাল ধ্বংসের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোঁ-র সিইও এরিক ট্রাপিয়েও পাকিস্তানের দাবি সরাসরি খণ্ডন করেছেন।