ডিজিটাল ডেস্ক, ২০ অগাস্ট : খোদ রাজ্যপালের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে বসেছে একাধিক চক্র! অজ্ঞাতপরিচয় প্রতারকরা ফোন ও ইমেলের মাধ্যমে রাজভবনের পরিচয় দিয়ে নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ মানুষকে (Raj Bhavan Fraud Alert)।
এই প্রসঙ্গে মঙ্গলবার রাজভবনের তরফে একটি সরকারি বিবৃতি প্রকাশ করে সকলকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, এমন কোনও ফোন বা ইমেল এলে তাতে কোনওভাবে বিশ্বাস না করতে এবং কোনও ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন না করতে। রাজভবন স্পষ্ট জানিয়েছে, এই ধরনের প্রতারণার সঙ্গে রাজ্যপাল কিংবা রাজভবনের কোনও সম্পর্ক নেই।
সন্দেহজনক ফোন বা ইমেল পাওয়ার ক্ষেত্রে দ্রুত স্থানীয় পুলিশ বা সাইবার সেলকে জানাতে পরামর্শ দিয়েছে রাজভবন।
রাজভবন সূত্রে জানা গেছে, সম্প্রতি তাঁদের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে, যেখানে共 মিল রয়েছে একটি—অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসের নাম ব্যবহার করে নিজেকে তাঁর প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছে।
ফোন ও ইমেলের মাধ্যমে এই প্রতারকেরা রাজভবনের তরফ থেকে নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, আর তার বিনিময়ে দাবি করছে মোটা অঙ্কের টাকা।
রাজভবনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এমন কোনও ফোন কল বা ইমেল তাঁদের তরফ থেকে করা হয়নি, এবং ভবিষ্যতেও এমন কিছু করার প্রশ্নই নেই। শুধু ফোন বা ইমেল নয়, রাজ্যপালের নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমেও প্রতারণার চেষ্টা চালানো হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজভবনের কড়া সতর্কবার্তা— কেউ যেন এই ধরনের ফোন বা মেসেজ পেলে তাতে বিশ্বাস না করেন এবং প্রয়োজন হলে অবিলম্বে পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানান। সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার আহ্বান জানানো হয়েছে।
রাজভবনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ যদি নিজেকে রাজ্যপালের অফিসের প্রতিনিধি বলে পরিচয় দেয়, তাহলে অবশ্যই তাঁর নাম ও পরিচয় যাচাই করে নেওয়া উচিত। ফোনে কোনও ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলে তাতে সতর্ক থাকতে হবে, এবং কোনওভাবেই ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ নথিপত্র সেই ব্যক্তিকে দেওয়া চলবে না।
এছাড়াও, যদি কেউ এমন ইমেল, মেসেজ বা ফোনকল পান, তাহলে অবিলম্বে সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে সরাসরি স্থানীয় পুলিশের সাহায্য নেওয়াও যেতে পারে। কেউ যদি মনে করেন তিনি প্রতারণার শিকার হয়েছেন, তবে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে (www.cybercrime.gov.in) গিয়ে অভিযোগ জানাতে পারবেন।