Rajasthan Student Death News: আচমকাই ভেঙ্গে পড়ল বিদ্যালয়, রাজস্থানে ৭ পড়ুয়া মৃত্যু

93

ডিজিটাল ডেস্ক ২৫শে জুলাইঃ সাতসকালেই ভয়ঙ্কর বিপর্যয়। ভেঙে পড়ল স্কুল বিল্ডিং। আহত অনেকে। ধ্বংসস্তূপের নীচে প্রায় ৪০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। রাজস্থানে স্কুল-বিপর্যয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭ জন পড়ুয়ার প্রাণহানির খবর সামনে এসেছে। দুর্ঘটনায় শোক জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর । শুক্রবার সকাল সাড়ে ৮ নাগাদ সরকারি স্কুলের ছাদের একাংশ ভেঙে পড়ে । দ্রুত শুরু হয়ে উদ্ধারকাজ। একে একে চাপা পড়ে থাকা দেহগুলি বের করে নিয়ে আসা হয়। ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়(Rajasthan Student Death News)।

প্রধানমন্ত্রীর দফতর পিএমও এক্স হ্যান্ডেলে লিখেছে,’এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই কঠিন সময়ে ভুক্তভোগী পরিবারগুলির প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসন সর্বতোভাবে সাহায্য করছে।’ ঝালাওয়াড়ের পুলিশ সুপার (এসপি) অমিত কুমার সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, দুর্ঘটনায় পর পরই চার জন শিশুর মৃত্যু মিলেছিল। আহত আরও কয়েক জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনাস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে। প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সকলের চোখেমুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এ দিক-ও দিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা আধিকারিকেরা।

সূত্রের খবর, ভেঙে পড়া স্কুলটি অবস্থা বহু দিন ধরে জরাজীর্ণ। বার বার অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি অভিভাবকদের একাংশের। উল্লেখ্য, প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস চলত রাজস্থানের এই স্কুলে।