ডিজিটাল ডেস্ক, ২০ মে : আবারও ট্রেনকে লক্ষ্য করে নাশকতার চেষ্টা! অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল ডিব্রুগড়-দিল্লি রাজধানী এক্সপ্রেস (Rajdhani Express Incident)। একইসঙ্গে, অল্পের জন্য লাইনচ্যুত হওয়া থেকে বাঁচল কাঠগোদাম এক্সপ্রেস। এই ঘটনার জেরে রেলযাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, দুষ্কৃতীরা রেললাইনের ওপর কাঠের গুঁড়ি ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, তবে চালকের তৎপরতায় ট্রেন দুটি নিরাপদেই গন্তব্যের পথে এগিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হরদেই-লখনউ রেলপথের দলেলনগর ও অমরতালি স্টেশনের মধ্যবর্তী এলাকায় দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তারা রেললাইনের ওপর কাঠের গুঁড়ি রেখে, আর্থিং দেওয়া লোহার তারের সঙ্গে সেটিকে আটকে দেয়। তবে রাজধানী এক্সপ্রেসের চালকের দক্ষতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়—তিনি শেষ মুহূর্তে এমারজেন্সি ব্রেক প্রয়োগ করে ট্রেনটি থামান। এরপর কাঠের গুঁড়ি সরিয়ে রেল কর্তৃপক্ষকে ঘটনার কথা জানান।
ঠিক রাজধানী এক্সপ্রেসের পিছনে আসছিল কাঠগোদাম-লখনউ এক্সপ্রেস। সেই ট্রেনের চালকও রেললাইনের ওপর একই ধরনের অবরোধ দেখতে পান এবং সতর্ক হয়ে ব্রেক প্রয়োগ করেন, ফলে সম্ভাব্য বিপদ এড়ানো সম্ভব হয়। এই ঘটনার জেরে রেলযাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ ও রেল আধিকারিকরা। পুলিশের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পিতভাবে রেল দুর্ঘটনার ষড়যন্ত্র করা হয়েছিল। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে, যা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত।
উল্লেখ্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছর দেশের বিভিন্ন প্রান্তে রেলে নাশকতার একাধিক চিত্র সামনে এসেছে। কখনও ডিটোনেটর ব্যবহার করে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা, আবার কখনও রেললাইনে সিমেন্টের স্লাব রেখে বিপদের আশঙ্কা তৈরি করা হয়েছে। এমন ধারাবাহিক ঘটনার ফলে রেলের নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে। এবার উত্তরপ্রদেশে ফের নাশকতার ষড়যন্ত্র প্রকাশ্যে আসায় তদন্তকারীরা আরও সতর্ক হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন
Comments are closed.