ডিজিটাল ডেস্ক, ২৮ জুলাই : সোমবার সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানান, এই অভিযানের স্থগিত হওয়ার পেছনে কোনও তৃতীয় পক্ষ বা মার্কিন মধ্যস্থতা ছিল না। তাঁর কথায়, যুদ্ধের ময়দানে পাকিস্তান যখন চাপে পড়ে গিয়েছিল, তখন তাদের সামরিক আধিকারিকেরা ভারতের সেনা কর্তাদের অনুরোধ করেন আলোচনায় বসার জন্য। সেই অনুরোধ মেনেই দুই দেশের মধ্যে আলোচনা হয় এবং তারপরেই সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় (Rajnath On Trump-Operation Sindoor)।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতে মাত্র ২২ মিনিটেই জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করে আমাদের সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে আতঙ্কিত হয়ে পাকিস্তান ১০ মে রাতে মিসাইল হামলা চালায়। তবে আমাদের পালটা প্রতিআক্রমণে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত সম্পূর্ণ রূপে প্রতিজ্ঞাবদ্ধ।”
এরপরেই, কোনও দেশের নাম না করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবি খারিজ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুর কোনও বিদেশি চাপে স্থগিত হয়নি। বরং, ভারতীয় সেনার শক্তি দেখে পাকিস্তান যুদ্ধ থামানোর অনুরোধ জানায়। ১২ মে দুই দেশের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন)-র মধ্যে আলোচনার পর শান্তির সিদ্ধান্ত নেওয়া হয়।”
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হন একাধিক নিরীহ পর্যটক। তার জবাবে ভারত প্রত্যাঘাত করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে। ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গি ঘাঁটি। পালটা হামলার অভিযোগ তুলে জবাবি হামলা চালায় পাকিস্তানের সেনাও। ভারতও তাতে সমুচিত উত্তর দেয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন। তবে ভারত স্পষ্ট জানিয়ে দেয়, যুদ্ধবিরতি কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে নয়, বরং পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থামানো হয়েছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, বাণিজ্য চুক্তির শর্তে তিনিই ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন। তাঁর এই দাবি ঘিরে বিরোধীদের মুখোমুখি হতে হয় কেন্দ্রীয় সরকারকে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দেন, সংঘর্ষবিরতিতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। তা সত্ত্বেও ট্রাম্প, যাঁকে মোদি ‘বন্ধু’ বলেই পরিচিত, নিজের দাবিতে অনড় ছিলেন। এই প্রেক্ষাপটে সংসদে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।