ডিজিটাল ডেস্ক, ১৬ মে : পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), যা নিয়ে এবার সরব হলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh on IMF)। গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেন, “আন্তর্জাতিক অর্থভাণ্ডারের উচিত পাকিস্তানকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা।” তাঁর মতে, এই সিদ্ধান্তের ফল বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বর্তমানে গুজরাটের ভুজে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের সাফল্যের পর সীমান্ত এলাকায় সফর করে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। ভুজে দাঁড়িয়ে রাজনাথ সিং মন্তব্য করেন, “আইএমএফ পাকিস্তানকে অর্থসাহায্য করছে, যার অর্থ পরোক্ষে সন্ত্রাসবাদকে মদত দেওয়া।” তিনি আরও বলেন, “পাকিস্তানকে যে কোনও ধরনের সাহায্য করা মানে সরাসরি সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য করা। তারা সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্গঠনের জন্য মাসুদ আজহারকে আর্থিক সহায়তা দিয়েছে। ভারত আশা করে, আন্তর্জাতিক অর্থভাণ্ডার তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”
পাকিস্তানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই সংকটে রয়েছে, এবং গত কয়েক বছর ধরে দেশটি আইএমএফের ঋণের উপর নির্ভরশীল। সেই ধারা অব্যাহত রেখে ইসলামাবাদ আবারও অর্থসাহায্যের আবেদন করেছে। তবে, ভারত স্পষ্ট যুক্তি দিয়ে বলেছে যে, সন্ত্রাসবাদকে মদত দেওয়া পাকিস্তানকে এই ঋণ দেওয়া উচিত নয়। ভারতের অভিযোগ, পাকিস্তান অতীতে একাধিকবার ঋণ গ্রহণ করলেও, সেই অর্থ যথাযথ কাজে ব্যবহার করেনি। ভারত আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে, এই ঋণ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে ব্যবহার করতে পারে, ফলে তাদের আর্থিক সহায়তা দেওয়া অনুচিত। ঋণের অপব্যবহার নিয়ে ভারতের উদ্বেগও প্রকাশিত হয়েছে।
ভারতের আপত্তি উপেক্ষা করেই পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে আইএমএফ। এই সিদ্ধান্তের পেছনে আমেরিকার ভূমিকা থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। ভারত ফের এই ঋণের বিরোধিতা করেছে এবং প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দিনে আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে আরও সরব হবে ভারত।