Red Road Parade Rehearsal Traffic Jam : রেড রোডে কুচকাওয়াজের মহড়া, অফিস টাইমে যানজট! নাকাল শহরবাসী
ডিজিটাল ডেস্ক, ১১ অগাস্ট : সোমবার সকালে দেখা গেল, রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ঘিরে মহড়া চলছে পুরোদমে। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশকর্তা। মহড়া শুরু হয় সকাল ১০টা নাগাদ, তবে রেড রোড বন্ধ করে দেওয়া হয় অনেক আগেই—সকাল ৮টা থেকে।
এর জেরে চরম ভোগান্তিতে পড়েন অফিসমুখো সাধারণ মানুষ। বিশেষত যাঁরা ধর্মতলা, এজিসি বোস রোড, হেস্টিংস বা পার্ক সার্কাস হয়ে দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে যাতায়াত করেন, তাঁদের গন্তব্যে পৌঁছতে সময় লেগেছে দ্বিগুণ। কেউ ঘুরপথে যেতে বাধ্য হয়েছেন, কেউ আটকে পড়েছেন নিকাশি বা বিকল্প রাস্তায়, আবার অনেকেই গাড়ি ছেড়ে হেঁটেই অফিসের দিকে রওনা হয়েছেন।
সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারেই শহরের প্রাণকেন্দ্র রেড রোডে অনুষ্ঠিত হল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। সকাল ৮টা থেকেই রেড রোড সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, ফলে কার্যত অচল হয়ে পড়ে ধর্মতলা ও সংলগ্ন এলাকা। অফিস টাইমে রাস্তাঘাট বন্ধ থাকায় ব্যাপক যানজটে পড়তে হয় অফিসযাত্রীদের। শহরের বিভিন্ন অংশে তৈরি হয় তীব্র ভোগান্তি, কেউ ঘুরপথে গন্তব্যে পৌঁছন, কেউ বা আটকে পড়েন দীর্ঘক্ষণ (Red Road Parade Rehearsal Traffic Jam)।
রেড রোড বন্ধ থাকায় দ্বিতীয় হুগলি সেতু থেকেও নামা সম্ভব হয়নি। এর ফলে সেতুর উপরে তৈরি হয় দীর্ঘ গাড়ির লাইন। ধর্মতলার দিকে যাওয়া গাড়িগুলিকে মাঝপথ থেকেই ঘুরিয়ে দেওয়া হয়। অনেকেই বাধ্য হয়ে হাওড়া ঘুরে শহরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেখানেও ছিল বেহাল ট্রাফিক পরিস্থিতি, ফলে দুর্ভোগ আরও বাড়ে।
এ বিষয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি। তবে শহরবাসীর একাংশের ক্ষোভ, “প্রজাতন্ত্র দিবসের আগে তো মহড়া ভোর ৫টা থেকেই শুরু হয়ে যায়। তাহলে স্বাধীনতা দিবসের ক্ষেত্রেও সেটা করা গেল না কেন? অফিস টাইমে এই ধরনের মহড়া কেন?”
শহরবাসীর মতে, স্বাধীনতা দিবস ঘিরে কুচকাওয়াজ ও প্রস্তুতি নিঃসন্দেহে গর্বের ও আবেগের বিষয়। কিন্তু তার জন্য নিত্যযাত্রীদের দুর্ভোগকে কোনওভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। তাই তাঁদের আবেদন, আগামী দিনগুলিতে প্রশাসন যেন এমন কর্মসূচির পরিকল্পনা করে আরও বাস্তবসম্মতভাবে—যাতে উৎসবের আনন্দ ছাপিয়ে না যায় নাগরিক ভোগান্তির ছায়ায়।