Red Road Parade Students Fallen Sick : রেড রোডে কুচকাওয়াজে অসুস্থ ৩৫ পড়ুয়া, হাসপাতালে মুখ্যমন্ত্রী

49

ডিজিটাল ডেস্ক, ১৫ অগাস্ট : স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়ে ৩৫ জন পড়ুয়া। তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ছাত্রছাত্রীদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন (Red Road Parade Students Fallen Sick)।

শুক্রবার সকালে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের বহু পড়ুয়া। তবে তীব্র গরমের কারণে হঠাৎ করেই বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়।

খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। প্রথমেই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী, বিস্তারিতভাবে খোঁজ নেন পড়ুয়াদের শারীরিক অবস্থার। এরপর তিনি অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, তাঁদের স্নেহ-ভালোবাসায় ভরিয়ে দেন।

হাসপাতাল চত্বরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এক জন পড়ুয়ার সামান্য কিছু সমস্যা রয়েছে, তবে বাকিরা সকলেই সুস্থ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আসলে একজনের শরীর খারাপ হতে দেখে বাকিরাও একটু ঘাবড়ে গিয়েছিল, তাই আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। আমি ওদের স্নেহ করে আদর করেছি, চুল খুলে দিয়েছি, জল আর মিষ্টি খাওয়ালাম। এখন সবাই অনেকটাই ভালো আছে।” হাসপাতাল সূত্রেও জানানো হয়েছে, সব পড়ুয়াই এখন বিপন্মুক্ত।