Relative Of TMC Leader Kicked Referee In Field : মাঠে ঢুকে রেফারিকে লাথি! গ্রেফতার প্রভাবশালী!

44

ডিজিটাল ডেস্ক, ১৬ অগাস্ট : মেদিনীপুরে একটি ফুটবল ম্যাচ চলাকালীন ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা—মাঠে ঢুকে রেফারিকে লাথি মারলেন স্থানীয় তৃণমূল নেতার ভাইপো! অভিযুক্ত রাজা খাঁ, যিনি মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁ-এর ভাইপো, তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Relative Of TMC Leader Kicked Referee In Field)। সেখানে দেখা যাচ্ছে, গোল নিয়ে বিতর্কের মাঝেই সাদা জামা পরা এক ব্যক্তি রেফারির দিকে ছুটে যান এবং পেটে সজোরে লাথি মারেন। এই ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বেড়েছে। অন্যদিকে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রকাশ করে তীব্র কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, “রেফারির ওপর হামলা তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন।” তিনি আরও দাবি করেন, আক্রান্ত রেফারি তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত, তাই এই ঘটনার বিরুদ্ধে এসসি/এসটি আইনের আওতায় কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

শুভেন্দু অধিকারী আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “তৃণমূলের সংস্কৃতি হল রেফারিকে কুরুচিকরভাবে আক্রমণ করা—তা সে জাতীয় নির্বাচন কমিশনের মতো ভোটের রেফারি হোক, কিংবা স্থানীয় ফুটবল মাঠে দাঁড়ানো একজন সাধারণ রেফারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আক্রমণাত্মক প্রবণতা বারবার সামনে এসেছে।”

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করে স্পষ্টভাবে জানিয়েছেন, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলা নেতৃত্বও জানিয়েছে, খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এবং তাঁর ওপর হামলা নিঃসন্দেহে অপরাধ। প্রশাসন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। অভিযুক্ত রাজা খাঁ-এর কাকা তথা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁও তাঁর ভাইপোর আচরণের তীব্র সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, “যে অন্যায় করবে, তাকে শাস্তি পেতেই হবে—সে যতই ঘনিষ্ঠ হোক না কেন।”

পাশাপাশি পশ্চিমবঙ্গ রেফারি অ্যাসোসিয়েশনও এই ঘটনার বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে, এবং রেফারিদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।