Repo Rate Remain Unchanged : মধ্যবিত্তের আশায় জল! রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

46

ডিজিটাল ডেস্ক, ৬ অগাস্ট : পরপর তিনবার রেপো রেট কমানোর পরে এবার বিরতি নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মত অনুযায়ী রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, রেপো রেট এখনও ৫.৫ শতাংশেই থাকছে (Repo Rate Remain Unchanged)। এর ফলে যাঁরা আশা করেছিলেন রেপো রেট কমলে বাড়ি বা গাড়ির ঋণের ইএমআই কিছুটা হালকা হবে, তাঁদের সেই আশায় আপাতত জল পড়ল।

গত জুন মাসে মুদ্রানীতি পর্যালোচনার বৈঠকে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক, যার ফলে রেপো রেট নেমে আসে ৫.৫ শতাংশে। তার আগেও, ফেরুয়ারি এবং এপ্রিল মাসে ধাপে ধাপে রেপো রেট কমানো হয়। মোট মিলিয়ে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় শীর্ষ ব্যাঙ্ক। এর ফলেই রিজার্ভ ব্যাঙ্কের ক্যাশ রিজার্ভ রেট (CRR) কমে দাঁড়ায় ৩ শতাংশে।

উল্লেখযোগ্য, চলতি মাসের ৪ অগস্ট থেকে শুরু হয় রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক, যেখানে আর্থিক নীতি নির্ধারণ করা হয়। সেই বৈঠকে অধিকাংশ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। এরপরই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্তে পৌঁছায়।

প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি ৬.৫ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা তৈরি করেছে।

বুধবার রেপো রেট নিয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ উঠতেই প্রশ্নের মুখে পড়েন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, দেশের আর্থিক স্থিতি বজায় রাখতে রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই একাধিক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত-আমেরিকা চলমান বাণিজ্য আলোচনার প্রসঙ্গে মালহোত্রা বলেন, বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট না হওয়া পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক কোনও তড়িঘড়ি সিদ্ধান্তে যাবে না।