Repo Rate Update : রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

21

ডিজিটাল ডেস্ক, ৬ জুন : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) আর্থিক নীতি নির্ধারক কমিটি (MPC) ফের রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে (Repo Rate Update)। ৬ জুন, শুক্রবার RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন যে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করা হয়েছে। ৪ থেকে ৬ জুন পর্যন্ত চলা আর্থিক নীতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়, যার লক্ষ্য অর্থনীতিকে স্থিতিশীল রাখা ও ঋণের ব্যয় হ্রাস করা।

আজ RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেন যে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ থেকে ৫.৫০ শতাংশে নামানো হয়েছে। চলতি বছরে এটি তৃতীয়বার রেপো রেট হ্রাসের সিদ্ধান্ত। এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুই দফায় ২৫ বেসিস পয়েন্ট করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল।

শুক্রবার বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে রেপো রেট কমানোর ঘোষণা করেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে, কারণ এর ফলে তাঁদের মাসিক কিস্তির বোঝা হ্রাস পাবে।

এ বছর তৃতীয়বারের মতো রেপো রেট কমালো RBI। প্রথম দু’বার ২৫ বেসিস পয়েন্ট করে হ্রাস করা হয়েছিল, এবার তা কমানো হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। এপ্রিল মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ থেকে ৬ শতাংশে নামানো হয়েছিল। এর আগে ফেব্রুয়ারি মাসেও একই হারে রেপো রেট কমানো হয়েছিল। ফলে ২০২৫ সালে রেপো রেট মোট ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ কমেছে।

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদে ঋণ দেয়, সেটাকেই বলে রেপো রেট। এর হার কমলে বহিরাগত বেঞ্চমার্ক ঋণের সুদের হারও কমে যায়। ফলে যারা ফ্লোটিং ইন্টারেস্টে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তির বোঝা হ্রাস পাবে, অর্থাৎ গাড়ি ও বাড়ির ঋণে সুদের হার কমবে।