RG Kar: দুর্নীতির দায় ঠেলাঠেলি আলিপুর কোর্টে,প্রশ্ন ওঠে মাস্টারমাইন্ড কে?

87

ডিজিটাল ডেস্ক ৩০শে জুলাইঃ তিলোত্তমার ঘটনার পাশাপাশি আরজি কর(RG Kar Hospital) হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলা চলেছে। আর সরকারি এই হাসপাতালে ‘দুর্নীতি’ শুরু হয়েছিল সন্দীপ ঘোষের জমানার আগে থেকেই। আখতার আলি ডেপুটি সুপার পদে থাকার সময় থেকেই শুরু হয়েছিল নানা বেআইনি কার্যকলাপ। উল্লেখ্য়,তিলোত্তমার ঘটনার আগে থেকেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছিলেন এই আখতার আলি। আলিপুর বিশেষ সিবিআই(CBI) আদালতে দাবি এবার দাবি করলেন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। সেই ঘটনার পাশাপাশি আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলারও তদন্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলাতেই এবার কার্যত মোড় ঘোরানোর চেষ্টা করতে দেখা গেল সন্দীপের আইনজীবীর। এরপর তিলোত্তমার ঘটনার পর সিবিআই তদন্ত হাতে নেয়। সেই ঘটনার পাশাপাশি আরজি কর হাসপাতালে দুর্নীতির মামলারও তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি। সেই মামলাতেই এবার কার্যত মোড় ঘোরানোর চেষ্টা করতে দেখা গেল সন্দীপের আইনজীবী। এতদিন যে আকতার আলি দুর্নীতির অভিযোগে সন্দীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন, এবার তাঁর নামই তুললেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ(RG Kar)।

সন্দীপ ঘোষের আইনজীবীর আরও দাবি,এই স্বাস্থ্যকর্তাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন টালা থানায়। সন্দীপের আইনজীবী আদালতে উপস্থিত সাক্ষীর থেকে আরও জানতে চান,সন্দীপের সময়কালের আগে আরজি কর হাসপাতালের অধীনে থাকা বিভিন্ন হস্টেলে আখতার আলির সহায়তায় ‘আনঅথরাইজড ভেন্ডর’ হস্টেল ক‍্যান্টিনে ছিল কি? যদিও ওই স্বাস্থকর্তার কৌশলী জবাব, তিনি এবিষয়ে জানেন না।

মঙ্গলবার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আরজিকর আর্থিক দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়। প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্যকর্তা সাক্ষী হিসেবে ছিলেন। সন্দীপের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সাক্ষীর কাছে জানতে চান,আখতার আলির সময় একাধিক বেআইনি কাজকর্মের জন‍্য আখতারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল? সাক্ষী ওই স্বাস্থ্যকর্তা বলেন, “যতদূর মনে পড়ে হয়েছিল। ভিজিলেন্স কমিশনে গিয়েছিল বিষয়টি।”

আর্জিকর কাণ্ডে উত্তাল হয়েছিল সারাবাংলা। যার রেশ এখনও কাটেনি। জায়গায় জায়গায় এখনও পর্যন্ত আওয়াজ শোনা যায় ‘we want justice’স্লোগান । যেখানে একটি ধর্ষণ ও খুনের পরে উঠে আসে নানান দুর্নীতির খবর। যার বেশিরভাগই এখনও পর্যন্ত ঠিকঠাক জায়গায় প্রমান মেলেনি এই দুর্নীতির। যেখানে পড়তে পড়তে একাধিক দুর্নীতি থাকলেও সঠিক প্রমান মেলেনি এখনও।

সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেও এই মামলার শুনানিতেই সন্দীপের আইনজীবী সরব হয়েছিলেন আখতার আলি প্রসঙ্গে। আখতারের নাম সিবিআই কেন সাক্ষীদের তালিকায় রাখল না? তা নিয়েও প্রশ্ন তোলেন সঞ্জয়। তাঁর দাবি ছিল, যেখানে দুর্নীতি প্রসঙ্গে আখতার আলি সরব হয়েছিলেন বলে দাবি করেছেন, সে ক্ষেত্রে কেন তিনি এই মামলায় সাক্ষীদের তালিকায় থাকবেন না?