ডিজিটাল ডেস্ক ১৩ই জুলাইঃ মদ্যপান করে বেহুঁশ। বেপোরয়া গতিতে পাঁচ ঘুমন্ত ফুটপাতবাসীর উপর গাড়ি দিয়ে পিষে দিল যুবক। পাঁচ আহতদের মধ্যে ছিল এক আট বছরের মেয়েও। ঘটনাটি ঘটে দিল্লিতে। রাজধানীর বসন্ত বিহার এলাকায় মাঝরাতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি দ্রুতগতির বিলাসবহুল অডি গাড়ি নিয়ে ফুটপাথে উঠে পিষে দিলেন ঘুমন্ত পাঁচজনকে। আহতদের মধ্যে রয়েছে একটি আট বছরের কন্যাশিশুও। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করেছে পুলিশ(Road Accident In Delhi)।
৯ জুলাই দিল্লির বসন্ত বিহার এলাকায় রাত ১.৪৫-এ ঘটনাটি ঘটে। ধৃত চালকের নাম উৎসব শেখর (৪০)। উত্সব দ্বারকার বাসিন্দা এবং পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী। জানা গিয়েছে, ওই রাতে ধৃত নয়ডা থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সাদা রঙের অডি গাড়িটি শিব ক্যাম্প এলাকার ফুটপাথে উঠে পড়ে। তখন সেখানেই ঘুমোচ্ছিলেন পাঁচজন। গাড়িটি তাঁদের গায়ে ওপর দিয়ে কিছুদূর গিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে।
আহতদের মধ্যে ছিলেন লাধি (৪০),তাঁর মেয়ে বিমলা (৮), স্বামী সাবামি ওরফে চিরমা (৪৫), রাম চন্দর (৪৫) ও তাঁর স্ত্রী নারায়ণী (৩৫)। এঁরা সকলেই রাজস্থানের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরেই দিল্লির শিব ক্যাম্প এলাকায় ফুটপাথে থাকেন। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকেই গুরুতর আহত, তবে স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, উৎসব শেখরের মেডিক্যাল পরীক্ষা করানো হয়, যেখানে স্পষ্ট হয় তিনি মদ্যপ অবস্থাতেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, অনিচ্ছাকৃত আঘাত, ও বেপরোয়া ড্রাইভিং-এর একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এটাই তো প্রথম নয়। মে মাসে পশ্চিম দিল্লিতে এক ১৯ বছর বয়সি যুবকের গাড়ি একজন সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর রাস্তার পাশে একটি বস্তিতে ঢুকে পড়ে, ঘটনায় দু’জন মারা যান, আহত হন তিনজন।
এপ্রিলে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় এক ১৫ বছর বয়সি কিশোরের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ২ বছরের শিশুকন্যার। কিশোরটি ছিল মৃতার প্রতিবেশী।