Rohit Sharma Retirement : অবসর নিলেন রোহিত শর্মা, ৬৭ টেস্ট খেলে অবসর

10

ডিজিটাল ডেস্ক, ৭ মে: টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা। আইপিএলের চলাকালীনই ভারতীয় দলের অধিনায়ক তাঁর এই সিদ্ধান্তের ঘোষণা করেন। এবার থেকে তিনি শুধুমাত্র এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটেই দেশের হয়ে মাঠে নামবেন। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক কুড়ি-বিশ ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। এবার আরও একটি ক্রিকেটিয় ফরম্যাটকে বিদায় জানালেন তিনি (Rohit Sharma Retirement)।

রোহিত শর্মা কোনও সাংবাদিক বৈঠক করেননি, বরং ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত চার লাইনের একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে তিনি জানান, “আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। দেশের হয়ে সাদা পোশাকে খেলতে পারা ছিল আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। এত বছর ধরে পাওয়া ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। তবে এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যাব।”

গত বছর থেকেই টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার ব্যাটে রান আসছিল না। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ় জিতলেও রোহিতের পারফরম্যান্স ছিল একেবারেই অনুজ্জ্বল। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজেও ব্যাট হাতে তেমন কোনো অবদান রাখতে পারেননি তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিডনিতে সিরিজ়ের শেষ টেস্টে ভারতীয় একাদশে জায়গা পাননি রোহিত।

সেই সময় থেকেই রোহিত শর্মার অবসরের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছিল। শোনা গিয়েছিল, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে এবং গম্ভীর তাঁকে দলে চাইছেন না। তবে সিডনি টেস্ট চলাকালীন সম্প্রচারকারী চ্যানেলে রোহিত পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে, তিনি শুধুমাত্র একটি টেস্টের জন্য বাইরে রয়েছেন এবং অবসরের কোনো পরিকল্পনা নেই—তিনি খেলা চালিয়ে যাবেন।

গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও মঙ্গলবার ভারতের কোচ সেই জল্পনা উড়িয়ে দেন। এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, “কিছু মানুষ, যাঁদের ইউটিউব চ্যানেল আছে, তাঁরা নিজেদের বিশেষজ্ঞ মনে করে যা খুশি বলছেন। আমরা মাত্র দু’মাস আগে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। ভাবুন, যদি হেরে যেতাম, তখন কী ধরনের প্রশ্ন উঠত?” তিনি রোহিত শর্মার প্রতি তাঁর সম্মান প্রকাশ করে বলেন, “যে কোচ ও অধিনায়ক মাত্র দু’মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা অর্থহীন। মানুষ এবং ক্রিকেটার হিসেবে আমি রোহিতকে অত্যন্ত সম্মান করি। ভারতের জন্য সে যা করেছে, তার কোনো তুলনা নেই। ভারতীয় দলে তাঁর প্রথম দিন থেকেই আমাদের সম্পর্ক ভালো, এবং সেটা কোনোদিন বদলাবে না।” তবে এই বিবৃতির ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রোহিত তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার সিদ্ধান্ত জানান।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ড সফরে যাবে ভারত, যেখানে পাঁচ টেস্টের সিরিজ দিয়ে শুরু হবে তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন লড়াই। আগে থেকেই শোনা যাচ্ছিল যে ইংল্যান্ড সিরিজের আগে রোহিতকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে। এই গুঞ্জনের মধ্যেই তিনি অবসরের ঘোষণা দেন। ফলে ইংল্যান্ড সফরের আগে ভারতকে নতুন অধিনায়ক ঘোষণা করতে হবে। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ এবং শুভমন গিল।

সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার রেকর্ড অত্যন্ত উজ্জ্বল হলেও টেস্টে তেমন সাফল্য পাননি তিনি। দীর্ঘদিন ধরে টেস্টে নিয়মিত সুযোগ না পেলেও পরে ওপেনার হিসেবে খেলানো শুরু হয় তাঁকে। ভারতের হয়ে তিনি মোট ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে করেছেন ৪৩০১ রান, ব্যাটিং গড় ৪০.৫৭। টেস্ট ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে ১২টি শতরান ও ১৮টি অর্ধশতরান, এবং সর্বোচ্চ স্কোর ২১২ রান। তবে তাঁর বেশিরভাগ টেস্ট সাফল্য এসেছে দেশের মাটিতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে তিনি বারবার ব্যাটিংয়ে সমস্যায় পড়েছেন। সামনে আসন্ন ইংল্যান্ড সফরে যদি তাঁর ব্যর্থতা আরও প্রকট হতো, তাহলে তাঁর টেস্ট কেরিয়ারের অবসান নিশ্চিত ছিল। তবে তার আগেই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন।

Comments are closed.