RUPJYOTI ON GAURAV : গৌরব গগৈ পাকিস্তান গিয়েছিলেন কি না ?

205

RUPJYOTI ON GAURAV : পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের দিনও গৌরবকে ছেড়ে কথা বলতে রাজি নয় বিজেপি। ফের একবার মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মির নিশানায় সাংসদ গৌরব গগৈ।

গৌরব গগৈ পাকিস্তান গিয়েছিলেন কি না ?
গৌরবের স্ত্রী ভারতীয় নাগরিকত্ব পেলেন কি না ?
গৌরবের সন্তানরা ভারতীয় নাগরিকত্ব পেলেন কি না ?

সোশ্যাল মাধ্যমে এই প্রশ্নগুলো করে তার উত্তর চাইছেন অসমের সাধারণ জনতা।

গৌরবের বিরুদ্ধে উত্থাপিত এই অভিযোগগুলোর উত্তর পাননি বলেই পঞ্চায়েত নির্বাচনে অসম, তিতাবর বা কলিয়াবরের মানুষ গৌরব এবং তাঁর দলকে ভোট দেয়নি বলে উল্লেখ করেন মরিয়নির বিধায়ক।

লোকসভা নির্বাচন ছিল প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডে ছিল পঞ্চায়েত নির্বাচন। তৃতীয় তথা অন্তিম রাউন্ড হবে ২৬ এর বিধানসভা। আর সেখানে ফের বাজিমাত করবে কংগ্রেসই। পঞ্চায়েতে নির্বাচনের ফলাফল নিয়ে বলতে গিয়ে মঙ্গলবার এমন্তব্য করেছিলেন কলিয়াবরের সাংসদ গৌরব।

‘নামাজ পড়তে গুয়াহাটি যাওয়ার সময় পান গৌরব’ : রূপজ্যোতি কুর্মি

কিন্তু তিতাবরে একটি ফুটবল বা ক্রিকেট ম্যাচ হলে আসতে পারেন না তিনি। এখানে পুজো হলে আসেন না গৌরব। বন্যা দুর্গতদের খবর নেওয়ার সময় থাকে না তাঁর। সাধারণ মানুষ এটা বুঝে গিয়েছেন, তাই গৌরবের কথা আর শুনছেন না কেউ।