Russia Attack Ukrain : ইউক্রেনে ‘সবথেকে বড় বিমান হামলা’ রাশিয়ার!

14

ডিজিটাল ডেস্ক, ২৯ জুন : রবিবার রাতে ইউক্রেনের আকাশ যেন পরিণত হল জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে। তিন বছরের যুদ্ধে এই প্রথমবার এত ব্যাপক আকাশপথে হামলা চালাল রাশিয়া—এমনটাই দাবি ইউক্রেন সেনার (Russia Attack Ukrain)। সংবাদমাধ্যমে প্রকাশ, এই সমন্বিত হামলায় রাশিয়া একযোগে ব্যবহার করেছে ড্রোন, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র। পশ্চিম, দক্ষিণ ও মধ্য ইউক্রেনে রাতভর চলেছে লাগাতার আক্রমণ। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বহু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এই ঘটনার পাশাপাশি আরও এক মর্মান্তিক সংবাদ—হামলা প্রতিরোধ করতে গিয়ে ভেঙে পড়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান, মৃত্যু হয়েছে পাইলটের। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে পাওয়া মার্কিন এই যুদ্ধবিমানই ছিল ইউক্রেনের সামরিক শক্তির সাম্প্রতিকতম সংযোজন।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাথ জানিয়েছেন, রাশিয়া এক রাতেই দুশমনকে চমকে দিয়ে ৫০০-রও বেশি আকাশপথের অস্ত্র ব্যবহার করেছে—এর মধ্যে ছিল ৪৭৭টি ড্রোন এবং ৬০টি ক্ষেপণাস্ত্র। তবু ইউক্রেন সেনার পাল্টা প্রস্তুতি ছিল দৃষ্টান্তমূলক। তারা ২৪৯টি ড্রোন গুলি করে নামাতে সক্ষম হয়েছে, পাশাপাশি ‘ইলেকট্রনিক জ্যামিং’-এর মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে আরও ২০০-র বেশি ড্রোন। ইউক্রেনের সেনা সূত্রে দাবি, এই প্রচণ্ড আক্রমণের মধ্যেও তাদের এক সাহসী এফ-১৬ পাইলট রুশ বাহিনীর অন্তত সাতটি যুদ্ধবিমান গুঁড়িয়ে দেন। দুর্ভাগ্যজনকভাবে পাল্টা হামলায় তাঁর নিজস্ব যুদ্ধবিমান ভেঙে পড়ে, এবং তিনি শহীদ হন।