Murshidabad Updates : মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই

12

ডিজিটাল ডেস্ক, ৪ মে: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ সংক্রান্ত অশান্তি (Murshidabad Updates) নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বড় পদক্ষেপ নিল প্রশাসন। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল সামশেরগঞ্জ থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবাবের জেলা সফরের আগে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এতদিন জঙ্গিপুর পুলিশ জেলায় মাত্র একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ছিলেন। এবার সেখানে আরও একজন এএসপি-কে নিযুক্ত করা হল পরিস্থিতি সামলাতে।

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে গত মাসে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের আড়ালে ঘটে যায় একের পর এক হিংসাত্মক ঘটনা, অশান্ত হয়ে ওঠে নবাবের জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাই কোর্টের নির্দেশে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। সেই সময় দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে সামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ ও সাব-ইন্সপেক্টর জালালউদ্দিন আহমেদের বিরুদ্ধে। তাদের সরিয়ে দিয়ে শুরু হয় বিভাগীয় তদন্ত। এবার সেই তদন্তের প্রেক্ষিতে, তাঁদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল। সাসপেনশনের সময় তাঁরা শুধুমাত্র বেসিক বেতনের অর্ধেক অংশ পাবেন এবং সমস্ত সরকারি সামগ্রী জমা দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলে উপস্থিত থাকা তাঁদের জন্য বাধ্যতামূলক।

জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন মহম্মদ নাসির। এবার তাঁর সঙ্গে যুক্ত হল আরও এক নাম— মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়াকে বদলি করে একই পদে নিযুক্ত করা হয়েছে জঙ্গিপুরে। ওয়াকফ অশান্তির পর এমন সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল, কারণ সোমবারই নবাবের জেলায় সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করতেই এই রদবদল, বলেই অনুমান।

Comments are closed.