School Bomb Threat : এই শহরে একসাথে ২০টি স্কুলে বোমাতঙ্ক! তড়িঘড়ি সরানো হল পড়ুয়াদের

8

ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : নতুন করে আতঙ্ক দিল্লির স্কুলগুলিতে—একসঙ্গে রাজধানীর প্রায় কুড়িটি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনার জেরে দ্রুত খালি করে দেওয়া হয় একাধিক স্কুল। বিশৃঙ্খলার মধ্যে বাড়ি পাঠানো হয় ছাত্রছাত্রীদের। চলতি সপ্তাহেই এ নিয়ে মোট ৩০টি স্কুলে এমন হুমকি দেওয়া হল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিল্লির স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত (School Bomb Threat)।

শুক্রবার সকাল থেকেই একের পর এক হুমকি—দিল্লির ২০টি স্কুলে বোমা রাখা হয়েছে বলে জানানো হয়। এর ফলে চলতি সপ্তাহে চার দিনের মধ্যেই মোট ৩০টি স্কুলে বোমা হামলার হুমকি এল। এদিন যেসব প্রতিষ্ঠানে হুমকি আসে, তার মধ্যে রয়েছে রিচমন্ড গ্লোবাল স্কুল, অভিনব পাবলিক স্কুলের মতো নামী শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি একটি কলেজেও বোমা মারার হুমকি দেওয়া হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে যায় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞদের দল। দ্রুত খালি করে দেওয়া হয় স্কুলগুলি এবং শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক অনুমান, এই হুমকিগুলি 모두 ভুয়ো। চার দিনের ব্যবধানে দিল্লির ৩০টি স্কুলে এমন ভুয়ো হুমকি এসেছে। মঙ্গলবার সেন্ট স্টিফেনস কলেজ ও চাওলার সেন্ট থমাস স্কুলে ই-মেলের মাধ্যমে বোমার হুমকি পৌঁছায়। বুধবারও মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলের মতো নামী প্রতিষ্ঠানে এমন হুমকি আসে। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয়, স্কুল চত্বরে রাখা রয়েছে আরডিএক্স ও আইইডি।

এদিকে পরপর হুমকি নিয়ে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছে আম আদমি পার্টি (আপ)। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী মন্তব্য করেন, রাজধানীর প্রশাসনের চারটি গুরুত্বপূর্ণ স্তম্ভই এখন বিজেপির নিয়ন্ত্রণে। তবুও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ গেরুয়া শিবির—এমনটাই অভিযোগ তাঁর।