ডিজিটাল ডেস্ক, ২ অগাস্ট : সম্প্রতি ‘কিং’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় ডান হাতে গুরুতর চোট পান বলিউডের বাদশা শাহরুখ খান। চিকিৎসকদের পরামর্শে তিনি আপাতত মাস দুয়েকের বিশ্রামে রয়েছেন, ফলে শুটিংও আপাতত স্থগিত। এমন পরিস্থিতিতেই শুক্রবার এল সেই সুখবর, যা তাঁর চলচ্চিত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল (Shahrukh Khan National Film Award)।
যদিও ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’ কিংবা ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবিতে বহুবার ছক ভেঙে অভিনয়ের নজির গড়েছেন শাহরুখ, তবে এবার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জওয়ান’ ছবির জন্য। দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে সরব হওয়া এই ছবি শুধু বিনোদন নয়—দর্শকদের চিন্তা ও সচেতনতার দিক থেকেও অনুপ্রাণিত করেছে। ভোটাধিকারকে গুরুত্ব দিয়ে বিবেচনার সঙ্গে ব্যবহার করার বার্তা দিয়েছে ‘জওয়ান’। একেবারে কমার্শিয়াল ছাঁচে তৈরি হলেও, ছবির রাজনৈতিক সাবটেক্সট তোলপাড় ফেলে দেয় নানা মহলে। আর সেই শক্তিশালী বার্তা নিয়েই ‘জওয়ান’ এনে দিল শাহরুখ খানের ঝুলিতে তাঁর কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কার।
চিকিৎসাধীন অবস্থায়, হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট পরেই একটি ভিডিও বার্তায় সামনে এলেন শাহরুখ খান। জাতীয় পুরস্কার পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত কিং খান জানান, এটা তাঁর কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। আবেগে ভেসে গিয়ে তিনি বলেন, “জাতীয় পুরস্কার এমন এক সম্মান, যা আমি সারা জীবন গর্ব করে বয়ে নিয়ে চলব।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জাতীয় পুরস্কারের জুরি বোর্ড এবং পরিচালকদের—সিদ্ধার্থ আনন্দ, রাজকুমার হিরানি এবং বিশেষ করে অ্যাটলি ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি শাহরুখ খান। ভিডিও বার্তায় তিনি বলেন, “‘জওয়ান’ আমাকে নতুন করে নিজেকে প্রমাণ করার একটি দারুণ সুযোগ দিয়েছে।” পাশাপাশি কৃতজ্ঞতা জানান নিজের টিম, স্টাইলিস্ট এবং সেই সব মানুষদের প্রতি, যাঁরা সব সময় তাঁকে আরও ভাল করে তোলার চেষ্টা করেছেন।
পরিবারের প্রসঙ্গও এ দিন তুলে ধরেন কিং খান। স্ত্রী গৌরী ও সন্তানদের প্রশংসা করে বলেন, “শেষ চার বছরে ওরা আমাকে এত ভালোবাসা দিয়েছে, যেন আমি-ই আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য। সিনেমার কাজের জন্য অনেক সময় ওদের থেকে দূরে থাকতে হয়, তবু ওরা সব সময় আমাকে সাহস আর সমর্থন দিয়েছে।” শাহরুখের কথায়, এই জাতীয় পুরস্কার শুধুই কেরিয়ারের স্বীকৃতি নয়, বরং একটি বড় দায়িত্বের প্রতীক। তিনি বলেন, “এটা মনে করিয়ে দেয়, অভিনয় শুধু একটা পেশা নয়, বরং সত্যি কথা বলার ও সমাজের দায়বদ্ধতার একটা মাধ্যম। এই সম্মান আমাকে আরও ভাল কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
শেষে অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে শাহরুখ বলেন, “এই পুরস্কার আপনাদের সকলের জন্য। প্রতিটা সম্মান, প্রতিটা মুহূর্ত—আপনাদের ভালবাসার ফল। এখন হাতখুলে আপনাদের ভালবাসা দিতে পারছি না, তবে চিন্তা নেই… পপকর্ন তৈরি রাখুন, আমি খুব শিগগিরই ফিরছি বড় পর্দায়। ততক্ষণ… একটা হাতেই ঠিক আছে!”