ডিজিটাল ডেস্ক, ৩ মে: শুক্রবার সকালে এক ইমেলে মন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়—তাতে সাই মন্দির উড়িয়ে দেওয়ার সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুমকি মেলার পরই দ্রুত তৎপর হয় প্রশাসন। মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
জানা গেছে, শুক্রবার একটি অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে শিরডি সাই বাবা মন্দিরে বোমা হামলার হুমকি পাঠানো হয়। ইমেলে স্পষ্টভাবে মন্দির উড়িয়ে দেওয়ার কথা লেখা ছিল। হুমকি মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানানো হয়, আর তাতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগত ভক্তদের জন্য চালু হয়েছে কঠোর স্ক্রিনিং ব্যবস্থা। সিসিটিভি ফুটেজের উপর চলছে কড়া নজরদারি, পাশাপাশি সন্দেহজনক কোনও গতিবিধি দেখলেই তৎক্ষণাত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইতিমধ্যেই শিরডি সাই বাবা মন্দিরে বোমা হামলার হুমকি ইমেলকে কেন্দ্র করে সতর্ক হয়েছে পুলিশ। কে বা কারা কোথা থেকে এই ইমেল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও ইমেলে আর কী কী লেখা ছিল, সে বিষয়ে পুলিশ মুখ খুলতে নারাজ। এ নিয়ে শিরডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দিরের নিরাপত্তা আধিকারিক রোহিদাস মালি।
প্রসঙ্গত, এর আগেও শিরডি সাই মন্দিরে বোমা হামলার হুমকি এসেছিল, তবে সেগুলির অধিকাংশই শেষ পর্যন্ত ভুয়ো বলেই প্রমাণিত হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। পহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলার প্রেক্ষাপটে এই হুমকিকে কোনওভাবেই হালকাভাবে নিচ্ছে না প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় নিয়ে যাওয়া হয়েছে।
Comments are closed.