Siddaramaiah ‘killed’ by Meta:”প্রয়াত” মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া! মেটার ভুলে চাঞ্চল্য রাজনৈতিক মহলে
ডিজিটাল ডেস্ক ১৮ই জুলাইঃ ফেসবুকে মুখ্যমন্ত্রীর শোকবার্তা জানাতে পোস্ট করেছিল সিএমও। মেটার ভুল অনুবাদে প্রয়াত লেখা হল মুখ্যমন্ত্রীকেই। মেটার কাছে কন্নড় ভাষায় অটো ট্রান্সলেট ফিচার বন্ধ করার দাবি বিরক্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার(Siddaramaiah ‘killed’ by Meta)।
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রবীণ অভিনেত্রী বি সরোজা দেবীর মৃত্যুতে শোক প্রকাশের জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে মূলত কন্নড় ভাষায় একটি পোস্ট করা হয়। পোস্টটি ইংরেজিতে ভুল অনুবাদ হয়ে যায় ফেসবুকের “সৌজন্যে”। আর মানে দাঁড়ায় “প্রয়াত মুখ্যমন্ত্রী”।
স্বাভাবিকভাবেই ঘটনার তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মেটাতে একটি সরকারী বার্তা পাঠান তিনি।
মেটা প্ল্যাটফর্মে কন্নড় কন্টেন্টের ত্রুটিপূর্ণ স্বয়ংক্রিয় অনুবাদ তথ্য বিকৃত করছে এবং ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন সিদ্দারামাইয়া। তাঁর হুঁশিয়ারি, অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে এটি বিশেষভাবে বিপজ্জনক। কন্নড় ভাষায় স্বয়ংক্রিয় অনুবাদ ফিচারটি সঠিক না হওয়া পর্যন্ত স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
তাঁর মিডিয়া উপদেষ্টা শ্রী কে ভি প্রভাকর আনুষ্ঠানিকভাবে মেটাকে চিঠি লিখে অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছেন।
তাঁর আবেদন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নাগরিকদের সতর্ক করে তিনি বলেন, অনুবাদগুলি প্রায়শই ভুল হয়। মেটার মতো টেকজায়ান্টদের এই ধরনের অবহেলা জনসাধারণের আস্থায় আঘাত হানতে পারে।