ডিজিটাল ডেস্ক ১১ই জুলাইঃ “এই সম্পর্ক ২৫ বছরের। এবার সময় এসেছে আবার দেখা করার”- দু’হাত জোড় করে নমস্কারের সঙ্গে এই সংলাপেই আবার ফিরে এলেন ছোটপর্দার আইকনিক চরিত্র ‘তুলসী বিরানি’। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!অভিনেত্রী থেকে বিজেপি নেত্রী(Smriti Irani)। সংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী। চড়াই-উতরাই কম ছিল না স্মৃতি ইরানির জীবনে। এই ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ে নাকি প্রতি পর্বে ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্মৃতি, শোনা যাচ্ছে এমনই।
সম্প্রতি, ষ্টার প্লাস-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত এই ধারাবাহিকের প্রথম ঝলক। তাতে দেখা যায়, একটি পরিবার খেতে বসে আলোচনা করছে— “তুলসী কি আবার ফিরবে?” ঠিক তখনই দেখা যায় সাদা শাড়ি-পরা এক যুবতী, তুলসী গাছের সামনে পুজো দিচ্ছেন। আর সেই পরিচিত কণ্ঠে উচ্চারণ, “আমি আসবই… কারণ আমাদের সম্পর্ক ২৫ বছরের।”
অকপট স্মৃতি ইরানি –
৪৯ বছর বয়সী মিসেস ইরানি ২০০৩ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং পরের বছর ২০০৪ সালের লোকসভা নির্বাচনে তার রাজনীতিতে আত্মপ্রকাশ । ২০১৪ সালে তিনি আবারও তিনি লোকসভা ভোটে দাঁড়ান উত্তরপ্রদেশের আমেঠিতে থেকে রাহুল গান্ধির বিরুদ্ধে এবং পরাজিত হন। পরবর্তীতে ২০১৯-এর লোকসভা ভোটে তিনি আবারও আমেঠিতে ফিরে আসেন । আর এবার আর তাকে গান্ধী পরিবার আটকাতে পারেনি। আমেঠির মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেন ও তিনি জয়লাভ করেন। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি মানবসম্পদ,বস্ত্র, তথ্য ও সম্প্রচার,নারী ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অভিনেত্রী হওয়ার আগে এক বহুজাতিক বেকারি সংস্থার বিপণন কর্মী হিসাবে কাজ করতেন। দোকান ধোয়া-মোছার কাজ ছাড়া অন্য কাজ ওখানে ছিল না তখন। জীবিকার প্রয়োজনে সে কাজই করতে হত তাঁকে। প্রতি মাসে বেতন পেতেন ১৫০০ টাকা। সেই টাকা সঞ্চয় করে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেন স্মৃতি। সেখান থেকে সুযোগ মেলে অভিনয়ের। শোভা কপূর প্রযোজিত ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ধারাবাহিকের জন্য দিনে হিসেবে তাঁর আয় ছিল ১৮০০ টাকা। গাড়ি তো দূর অস্ত, অটো করে যাতায়াত করতেন অভিনেত্রী।তার এই দীর্ঘ বৈচিত্রময় জীবন নিয়ে,সাংবাদিকদের প্রশ্নে তিনি এও বলেন যে,”আজ অনেকেই অবাক… তারা জিজ্ঞাসা করে,’তুমি কীভাবে সামলাও?’ কিন্তু আমি সামলাচ্ছি… জীবনের সবকিছুই গোলাপি হতে পারে না…” কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি ।
সে সব এখন অতীত। ২০২৫ সালে নতুন ভাবে আসতে চলেছে এই ধারাবাহিক। শোনা যাচ্ছে,সত্যিই পর্ব পিছু ১৪ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন স্মৃতি। চলতি মাস থেকেই শুরু হবে সম্প্রচার। এর আগে ভারতীয় টেলিভিশনে কোনও অভিনেত্রী এই পরিমাণ পারিশ্রমিক পাননি।