Soudi Prince Died : ২০ বছর কোমায় থাকার পর চিরঘুমে ‘রাজপুত্র’!

15

ডিজিটাল ডেস্ক, ২০ জুলাই : প্রায় ২০ বছর কোমায় থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হল সৌদি রাজপুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদের। শনিবার তাঁর মৃত্যু হয়। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর। ২০০৫ সালে লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাত্র ১৫ বছর বয়সী রাজপুত্র আলওয়ালিদ। দুর্ঘটনার ফলে মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যার জেরে তিনি কোমায় চলে যান। এর পর থেকেই শুরু হয় দীর্ঘ চিকিৎসার লড়াই। সৌদি আরবের কিং আবদুলআজিজ মেডিক্যাল সিটিতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই দশক ধরে সেখানেই ছিলেন তিনি। অবশেষে সেই লড়াই থেমে গেল শনিবার (Soudi Prince Died)।

বিশ্বখ্যাত চিকিৎসক, আমেরিকান ও স্প্যানিশ বিশেষজ্ঞদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও রাজপুত্র আলওয়ালিদ আর কখনও জ্ঞান ফিরে পাননি। চিকিৎসার মাঝেমধ্যে তাঁর আঙুল নড়ার মতো ক্ষণিক ইঙ্গিত আশার আলো জাগালেও, তিনি কখনও সম্পূর্ণভাবে চেতনায় ফেরেননি। ধীরে ধীরে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে। তাঁর বাবা, প্রিন্স খালেদ বিন তালাল, ছেলের প্রতি আস্থা হারাননি এক মুহূর্তের জন্যও। কখনও লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার অনুমতি দেননি। তাঁর বিশ্বাস ছিল, কার জীবনের শেষ কখন হবে, তা নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহর।

ছেলের মৃত্যুতে এক শোকবার্তায় প্রিন্স খালেদ বিন তালাল লেখেন, “আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রেখে ও গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আজ আমাদের প্রিয় পুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাঁকে ক্ষমা ও করুণা করেন।” রাজপুত্র আলওয়ালিদের মৃত্যুতে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন ও গোটা রাজপরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দ্য গ্লোবাল ইমামস কাউন্সিল। এক বিবৃতিতে তারা জানায়, “দীর্ঘ লড়াইয়ের পর রাজপুত্র আলওয়ালিদ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এই শোকের সময়ে সৌদি রাজপরিবারের পাশে রয়েছি আমরা।”

১৯৯০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন রাজপুত্র আলওয়ালিদ। তিনি প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি আরবের প্রখ্যাত ধনকুবের ও ব্যবসায়ী প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ভ্রাতুষ্পুত্র। রাজপুত্রের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে রবিবার, ২০ জুলাই, আসরের নামাজের পর রিয়াধের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে।