ডিজিটাল ডেস্ক, ২৪ অগাস্ট : অধিনায়ক ও প্রশাসকের ভূমিকায় সফলভাবে দায়িত্ব পালনের পর এবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly New Role)। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস দলের কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন তিনি। এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। এবার মাঠের বাইরে আরও এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি প্রিটোরিয়া শিবিরে।
২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে SA20 লিগের নতুন মরসুম। গতবার প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জোনাথন ট্রট। এবার তাঁর জায়গায় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন ভূমিকায় ‘দাদা’র এই ইনিংস ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা।
অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধায় প্রথমে পা রাখেন ক্রিকেট প্রশাসনে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (CAB) সভাপতি। এরপর ২০১৯ সালে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে নিযুক্ত হন, তবে সেই একই বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার কারণে মেন্টরের পদ ছেড়ে দেন তিনি।
২০২২ সালে বোর্ড সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর আবারও মেন্টরের ভূমিকায় দেখা যায় সৌরভকে। দিল্লি ক্যাপিটালস শিবিরে তিনি রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করেন। একইসঙ্গে, মহিলা প্রিমিয়ার লিগেও দিল্লি ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
দীর্ঘদিন ধরেই জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের অর্ধেক মালিকানা রয়েছে এই সংস্থার হাতে। একইসঙ্গে, দক্ষিণ আফ্রিকার SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালস দলের মালিকানাও জেএসডব্লু স্পোর্টসের, যেখানে তাদের সঙ্গী জিএমআর গ্রুপ।
এই দুই সংস্থার মধ্যে চুক্তি অনুযায়ী, প্রতি দু’বছর অন্তর ম্যানেজমেন্টের দায়িত্ব অদলবদল হয়। যেমন এই বছর আইপিএলে পুরুষদের দলের দায়িত্বে এসেছে জিএমআর গ্রুপ। ২০২৭ সালে ফের সেই দায়িত্ব যাবে জেএসডব্লু স্পোর্টসের হাতে। তার আগ পর্যন্ত জেএসডব্লু সামলাবে দিল্লি ক্যাপিটালসের মহিলা দল এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ক্যাপিটালসের সম্পূর্ণ ম্যানেজমেন্ট।
যেহেতু এ বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে জেএসডব্লু স্পোর্টস, তাই সংস্থার ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়কেই হেড কোচের পদে নিযুক্ত করা হয়েছে। এর আগে এই দায়িত্বে ছিলেন প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার জোনাথন ট্রট।
নতুন কোচকে স্বাগত জানিয়ে প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বার্তা দিয়েছে। এই প্রথমবার কোনও পেশাদার দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ‘মহারাজ’ সৌরভ, যা তাঁর কেরিয়ারে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
এতদিন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালসের। প্রথম আসরে গ্রুপ পর্যায়ে শীর্ষে থাকলেও, ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে পরাজিত হয় তারা। পরের দুই মরসুমে আরও হতাশাজনক পারফরম্যান্স—গ্রুপ তালিকায় শেষ করে পঞ্চম ও ষষ্ঠ স্থানে, ফলে প্লে-অফেও জায়গা হয়নি।
এই ধারাবাহিক ব্যর্থতার পরেই এবার হয়তো দলে বড় পরিবর্তন আনতে চেয়েছে ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই প্রধান কোচের দায়িত্বে আনা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের উপর ভরসা রেখেই প্রিটোরিয়া ক্যাপিটালস এবার শিরোপার স্বপ্ন দেখছে।