SRIBHUMI : এক পশলা বৃষ্টিতেই বানভাসি শ্রীভূমি শহর
SRIBHUMI : বর্ষার আগেই এক পশলা বৃষ্টিতে ডুবল শ্রীভূমি শহর। বৃষ্টির জলে অধিকাংশ রাস্তায় একহাঁটু জল। ভয়াবহ পরিস্থিতি মিশন রোড, সেটেলমেন্ট রোড। পাগলাপট্টি, ব্রজেন্দ্র রোড, রমণী রোডের বিস্তীর্ণ এলাকার।
শ্রীভূমি শহরের অনেক জনবসতি এলাকা প্লাবিত। ঘরবাড়িতে ঢুকে পড়েছে জল। প্রাক বর্ষার বৃষ্টিতে শহরের অনেক এলাকা জলের তলায়। শহরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে জল। শ্রীভূমি শহরের উন্নয়নের প্রকৃত চেহারাটা এদিন ফের নগ্ন হয়ে পড়ল।
নালা-নর্দমা বুজে যাওয়ায় অকেজো ড্ৰেনেজ ব্যবস্থা। শহরের নালা-নর্দমাগুলির জলবহনের ক্ষমতা নেই। নর্দমার নোংরা জলে ভাসছে শ্রীভূমি শহর। নালা সংস্কারের কাজে শ্রীভূমি পুরসভার প্রবল অনীহা। জল নিষ্কাশনের স্থায়ী সমাধানে কোনও পদক্ষেপ নেই পুরসভার।
পুরসভার নির্বিকার ভূমিকার জেরে এক পশলা বৃষ্টিতেই নরক হয়ে উঠেছে শহর। শহরের প্রতিটি প্ৰান্তে একই দৃশ্য। হাঁটুজল মাড়িয়েই পথচারীদের যাতায়াত। শহরের এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নাগরিকরা। তাঁদের বক্তব্য, পুরসভা সবসময়ই বলে এখন আর জল দাঁড়াবে না। কিন্তু বাস্তব চিত্রটি একেবারে আলাদা। সামান্য বৃষ্টিতেই জলে থইথই সারা শহর। ভয়ানক পরিস্থিতি মিশন রোডের।
শহরের ছোট-খাটো গলির কথাই শুধু নয়, শহর চিরে বেরিয়ে যাওয়া জাতীয় সড়কই জলে ডুবে গেছে। এরকম গুরুত্বপূর্ণ রাস্তার এই অবস্থা হলে, অলি-গলির অবস্থা সহজেই বোঝা যায়। এখানে ২ জন সাংসদ, বিধায়ক সত্বেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা।
সমস্যাটি নতুন নয়। শহরের রমণী রোডের এক বাসিন্দা নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, গত ৭-৮ বছর ধরেই এই দুর্দশা শ্রীভূমি জেলার। এক পশলা বৃষ্টি হলেই শহরের সমস্ত রাস্তা জলে ডুবে যায়। কয়েক কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হলেও শহরের নিকাশী ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। ফলে, এক পশলা বৃষ্টিতেই ফের শহরে এই বানভাসি।
রমণী রোডে কয়েকটি স্কুল-কলেজ রয়েছে। কিন্তু রাস্তায় জল জমা হওয়ায় পড়ুয়াদের পক্ষে যাতায়াতে গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকেই সকালে কাজে বেরতে পারেননি। রাস্তায় এত জল যে স্কুটি নিয়ে চলাচল প্রায় অসম্ভব। প্রশ্ন উঠেছে, পুরসভা কী করছে?
শহরের এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, শহরের রাস্তায় জল দাঁড়িয়ে গেলে পুরসভার চেয়ারম্যান নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু কাজের কাজ কিছু হয় না। কদিন আগেই নালা পরিষ্কার করে দেবার কথা ছিল। কিন্তু সে-কাজও হয়নি।
বিজেপি পরিচালিত পুরসভা শ্রীভূমি শহরকে জলাশয়ে পরিণত করেছে বলে অভিযোগ উঠেছে। ব্রজেন্দ্র রোডের বাসিন্দারা অভিযোগ করেছেন, মাস্টার ড্রেনের কথা বলে এলাকার বাসিন্দাদের প্রতারণা করা হয়েছে।
এনএসইউআইয়ের অসম প্রদেশ কমিটির সম্পাদক শুভজিৎ চক্রবর্তী তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, কদিন আগেই মুখ্যমন্ত্রী এসে বললেন, অসমে উন্নয়নের জোয়ার চলছে। তিনি প্রশ্ন তোলেন, শ্রীভূমি সহ বরাক উপত্যকা কি অসমের বাইরে?
বিজেপি পরিচালিত পুরসভা কেমন কাজ করছে সেটাই এদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক পশলা বৃষ্টি। অথচ, গত নিৰ্বাচনে হাত ভরে শাসক পক্ষের প্ৰাৰ্থীদের ভোট দিয়েছিল শ্ৰীভূমি শহরের মানুষ। অথচ, নিৰ্বাচনের পরেও কৃত্ৰিম বন্যা সমস্যার সমাধান হয়নি। এনিয়ে এখন ক্ষোভে ফুঁসছেন শহরের বাসিন্দারা।
Comments are closed.