SRK Injured : শুটিং-এ বিপত্তি! চোট পেলেন কিং খান, বন্ধ শুটিং, তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকা

17

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : গুরুতর চোট পেয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। গত কয়েক মাস ধরে লন্ডনে দফায় দফায় চলছিল শুটিং। এর মধ্যেই জানা গেছে, পেশিতে গুরুতর চোট পেয়েছেন শাহরুখ। চোট এতটাই মারাত্মক যে শুটিং মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে। অবিলম্বে চিকিৎসার জন্য তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর (SRK Injured)।

সূত্রের খবর, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন স্টান্ট করতে গিয়েই চোট পান শাহরুখ খান। তবে শরীরের কোন অংশে, কতটা আঘাত লেগেছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শাহরুখের ঘনিষ্ঠ মহল বা তাঁর টিমের তরফ থেকেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তবে ইন্ডাস্ট্রি মহলে জোর গুঞ্জন—চোট খুব গুরুতর নয়। দীর্ঘদিন ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, সেই পুরনো সমস্যার জেরেই অ্যাকশন দৃশ্যে পারফর্ম করতে গিয়ে বেকায়দায় পড়ে যান তিনি। আঘাত যাতে আরও বড় আকার না নেয়, সেই সতর্কতায় দ্রুত তাঁকে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। চিকিৎসা হবে সেখানেই।

অনেকে মনে করছেন, পুরোপুরি সেরে উঠতে শাহরুখ খানকে অন্তত এক মাস সময় নিতে হতে পারে। সেই সময়ের মধ্যেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। এরপরই তিনি আবার পুরোদমে কাজ শুরু করতে পারবেন। ফলে ‘কিং’ ছবির পরবর্তী শুটিং শিডিউল আপাতত পিছিয়ে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে, ছবির শুটিং আবার শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।