SSC Abhijan: পুলিশি অডিও ক্লিপে গ্রেফতার সুমন বিশ্বাস ?এসএসসি অভিযানের আগেই ধরপাকড় !

58

ডিজিটাল ডেস্ক ১৮ই অগাস্টঃ এসএসসি অভিযানের আগেই ধরপাকড়। যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। চাকরিহারাদের এসএসসি অভিযানে হামলার আশঙ্কা। অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পরই অ্যাকশনে পুলিশ। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই অভিযোগ পুলিশের। তাই আজ অভিযান শুরুর আগেই চাকরিহারা শিক্ষকের বাড়িতে হাজির হল পুলিশ(SSC Abhijan)। তবে সুমন বিশ্বাসকে না পেয়ে ফিরে যায় পুলিশ। পরে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমন বিশ্বাসকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

একইসঙ্গে সোমবার ভোরে ‘যোগ্য’শিক্ষক সুমন বিশ্বাসের চুঁচুড়ার কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাঁকে আটক করার খবর আসে। সুমনের ভাই সঞ্জয়ের অভিযোগ, ‘দাদাকে পুলিশ গ্রেপ্তার করার পর কোনও কথা বলতে দেয়নি। কোন থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তাও জানানো হয়নি। আমরা তাঁকে খুঁজে বেড়াচ্ছি।’

এসএসসি অভিযানের নামে অশান্তির ছক! পুলিশ সূত্রের খবর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হতে পারে সকেট,পেট্রল বোমা। অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি Nktv Bangla। যদিও পুলিশের দাবি খারিজ করেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস। ‘যোগ্য’ চাকরিহারাদের নিয়ম মেনে মিছিলে অংশ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, আগামী ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান। তিনি এই মর্মে বিধাননগর পুলিশ কমিশনারেটকে ই-মেলও করেন। যদিও এসএসসি অভিযানে অনুমতি দেয়নি পুলিশ। রবিবার ডিসি বিধাননগর অনীশ সরকার সাংবাদিক বৈঠক করেন। কেন অনুমতি দেওয়া হয়নি, সে কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “কলকাতা হাই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিবাদ করলে নির্দিষ্ট জায়গায় হবে। সে জায়গায় আপাতত কেউ নেই। প্রতিবাদ করলে ওই জায়গায় করতে হবে। তবে কলকাতা হাই কোর্টের বেছে দেওয়া জায়গায় প্রতিবাদের কথা বলেননি আন্দোলনকারীরা। তাই পুলিশের তরফে এসএসসি অভিযানে অনুমতি দেওয়া হয়নি।” পুলিশের তরফে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের দুই সদস্যের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ করেন। দীর্ঘ ৬ মিনিটের ওই ফোনালাপে একাধিক আপত্তিজনক ও হিংসাত্মক কথা শোনা গিয়েছে। প্রায় ৬ মিনিটের কথোপকথনে পুলিশকে লক্ষ্য করে সকেট ও পেট্রল বোমা ছুড়ে দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা গিয়েছে। এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলিতে বোমাবাজির হুঁশিয়ারিও দেওয়া হয়। এই অডিও ক্লিপের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেই জানিয়েছেন ডিসি।

ডিসি বিধাননগর অনীশ সরকার জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশমতো আন্দোলন হলে কোনও আপত্তি নেই। তবে অন্য কিছু হলে আইন অনুযায়ী হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানান তিনি। এদিকে, পুলিশের দাবি খারিজ করে এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাস। তিনি বলেন, “এই ধরনের কোনও বক্তব্যের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা কখনই আইন হাতে তুলে নিতে চাইনি। চাইব না। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আমরা আলোচনা চাই। কেন ১০ বছর পর আবার পরীক্ষা দেব, তা নিয়ে আলোচনা চাই।” তাঁর হুঁশিয়ারি, “সোমবার এসএসসি অভিযান হবে। পুলিশের সহযোগিতা নিয়ে এসএসসি অভিযান করব।” ‘যোগ্য’ চাকরিহারাদের মিছিলে যোগ দেওয়ার আর্জিও জানান তিনি।