কলকাতার রাজপথে মহামিছিলের ডাক, ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে চাকরিহারারা

102

পরপর ২ দিন কলকাতার রাজপথে মহামিছিলের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারারা। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি এবং শুক্রবার সল্টলেকের এসএসসি ভবন অভিযান করবেন চাকরিহারারা। তবে দু’দিনের ২টি মিছিলের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশি অনুমতি নেননি তাঁরা।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন যোগ্য চাকরিহারারা। তাঁদের এক প্রতিনিধি মেহবুব মণ্ডল জানান, বৃহস্পতি ও শুক্রবার পরপর ২ দিন ২টি কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ শিয়ালদহ স্টেশনে জমায়েত। সেখান থেকে মিছিল যাবে রানি রাসমণি রোড পর্যন্ত। শুক্রবার এসএসসি ভবন অভিযান। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে তারা তাদের এই মিছিলে পা মেলানোর আহ্বান জানিয়েছেন। তবে কোনও রাজনৈতিক নেতৃত্ব এই মিছিলে যোগ দিক, তা চাইছেন না তাঁরা।