ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : এসএসসিতে নিযুক্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর দাবিতে ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন বঞ্চিত যোগ্য প্রার্থীরা (SSC Nabanna Abhijan)। তাঁদের অন্যতম দাবি—যোগ্যদের তালিকা প্রকাশ। সেই উদ্দেশ্যে ৩ জুলাই ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি অধিকার মঞ্চ। পরিকল্পনা ছিল হাওড়া ময়দান থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা। তবে ৬ জুলাই মহরম উপলক্ষে কয়েকদিনের জন্য জমায়েতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ফলে কর্মসূচি পিছিয়ে ৮ জুলাই নবান্ন অভিযানে অংশ নেবেন আন্দোলনকারীরা। এরই মধ্যে বুধবার হাওড়া পুলিশ কমিশনারেট দপ্তরে আধিকারিকদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠকে বসেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। আলোচনার পর তাঁরা জানান—পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তে পরিবর্তন এনে ৮ তারিখেই কর্মসূচি পালন করা হবে।
আন্দোলনকারীদের এক প্রতিনিধি জানালেন, “আগামীকালের নবান্ন অভিযান ঘিরে আজ হাওড়া পুলিশ কমিশনারের দফতরে আমাদের প্রতিনিধিদের সঙ্গে প্রায় চার ঘণ্টা ধরে বৈঠক হয়। ৬ জুলাই মহরম থাকায় পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হাওড়া ময়দান কিংবা অন্য কোথাও জমায়েত করে মিছিল করা যাবে না। ওই দিন থেকেই হাওড়া ময়দান থেকে ধর্মীয় পদযাত্রা শুরু হবে, আর নিরাপত্তার কারণেই আমাদের অনুমতি দেওয়া হয়নি।” তিনি আরও যোগ করেন, “পুলিশের তরফে বলা হয়েছে, আমরা যদি চাই, তবে আগামীকাল আমাদের কয়েকজন প্রতিনিধি নবান্নে গিয়ে কোনও শীর্ষস্থানীয় আধিকারিকের সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। সেই প্রস্তাবও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ৮ জুলাই মিছিলের দিন হিসেবে ঠিক করা হয়েছে।”
আলোচনা ও পরিস্থিতি পর্যালোচনার পর আন্দোলনকারীরা সিদ্ধান্তে আসেন—তাঁরা ৩ জুলাইয়ের পরিবর্তে ৮ জুলাই, মঙ্গলবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচি পালন করবেন। সেই দিন হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্নের পথে পা বাড়াবেন গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের সদস্যরা। উদ্দেশ্য একটাই—মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাঁদের বাস্তব অবস্থা ও বঞ্চনার কথা তুলে ধরা।