SSC Rally Viral Audio Clip : অডিও ক্লিপ প্রকাশ করে SSC মিছিল নিয়ে বিস্ফোরক দাবি পুলিশের!

48

ডিজিটাল ডেস্ক, ১৭ অগাস্ট : এসএসসি আন্দোলনের আড়ালে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র! এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। এক অডিও ক্লিপ প্রকাশ করে পুলিশ জানিয়েছে, আন্দোলনের সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া হতে পারে সকেট বোমা বা পেট্রল বোমা (SSC Rally Viral Audio Clip)।

তবে পুলিশের এই অভিযোগ সরাসরি খারিজ করেছেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্য সুমন বিশ্বাস। তাঁর দাবি, আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকে ‘যোগ্য’ চাকরিহারা এবং তাঁরা সম্পূর্ণ নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নিচ্ছেন। কোনওরকম উসকানিমূলক বা সহিংস কর্মসূচির সঙ্গে তাঁদের যোগ নেই বলেই সাফ জানিয়েছেন তিনি।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর সদস্য সুমন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, আগামী ১৮ আগস্ট তাঁরা এসএসসি ভবনের দিকে অভিযান করবেন। এই বিষয়ে তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটকে ই-মেল করেও জানিয়েছেন। তবে পুলিশের তরফে এই অভিযানের অনুমতি দেওয়া হয়নি।

রবিবার সাংবাদিক বৈঠক করেন বিধাননগরের ডিসি অনীশ সরকার। কেন এসএসসি অভিযানে অনুমতি দেওয়া হয়নি, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন তিনি। ডিসির বক্তব্য, “কলকাতা হাই কোর্টের নির্দেশ রয়েছে, কোনও প্রতিবাদ হলে তা নির্দিষ্ট জায়গাতেই করতে হবে। বর্তমানে সেই জায়গায় কেউ প্রতিবাদে নেই। আন্দোলনকারীরাও হাই কোর্ট নির্ধারিত জায়গায় বিক্ষোভের কথা বলেননি। সেই কারণেই পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি।”

পাশাপাশি, পুলিশের তরফে আন্দোলনকারীদের মধ্যে দুই সদস্যের ফোনালাপের একটি অডিও ক্লিপ প্রকাশ করা হয়। প্রায় ছয় মিনিটের সেই কথোপকথনে একাধিক আপত্তিকর ও হিংসাত্মক মন্তব্য শোনা যায়। সেখানে পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ও পেট্রল বোমা ছোড়ার পাশাপাশি দেশলাই দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনার কথা শোনা গিয়েছে। এমনকি এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলিতে বোমা হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এই অডিও ক্লিপের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে বলে জানান ডিসি অনীশ সরকার।

ডিসি বিধাননগর অনীশ সরকার রবিবার স্পষ্ট জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে যদি আন্দোলন হয়, তাহলে পুলিশের কোনও আপত্তি নেই। তবে নির্দেশ লঙ্ঘন করে অন্য কিছু হলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা প্রয়োজন, সবই করা হবে বলে জানান তিনি।

যদিও পুলিশের প্রকাশ করা অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। সংগঠনের সদস্য সুমন বিশ্বাস জানান, “এই ধরনের কোনও উসকানিমূলক বক্তব্যের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা কখনওই আইন হাতে নিতে চাইনি, ভবিষ্যতেও নেব না।”

তিনি আরও বলেন, “আমরা চাই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনায় বসতে। জানতে চাই, কেন আমাদের আবার ১০ বছর পর নতুন করে পরীক্ষা দিতে বলা হচ্ছে।”

সুমনের হুঁশিয়ারি, “সোমবার (১৮ আগস্ট) এসএসসি অভিযান হবেই। আমরা পুলিশের সহযোগিতায় এই কর্মসূচি পালন করব।” পাশাপাশি, তিনি ‘যোগ্য’ চাকরিহারাদের উদ্দেশে মিছিলে যোগ দেওয়ার আবেদনও জানান।

উল্লেখ্য, সংবাদ প্রতিদিন ডিজিটাল পুলিশের প্রকাশ করা অডিও ক্লিপের সত্যতা নিজস্বভাবে যাচাই করেনি।