State Child Rights Commission SSC Update: শিক্ষকদের আন্দোলনে শিশুরা কেন, বিধাননগর পুলিশের কাছে জবাব তলব রাজ্য শিশু সুরক্ষা কমিশনের

13

ডিজিটাল ডেস্ক, ১৮ মে : সরকারি সম্পত্তি নষ্ট করা এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিধাননগর উত্তর থানায় পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। এবার শিক্ষকদের আন্দোলনে শিশুদের অন্তর্ভুক্ত করার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করেছে (State Child Rights Commission SSC Update)।

বৃহস্পতিবার সাত দফা দাবিতে বিকাশ ভবনের সামনে টানা অবস্থান শুরু করেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। এরপর থেকে তাঁরা লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শনিবার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা আন্দোলনে শামিল হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন, তাঁদের উপস্থিতি বিক্ষোভের নতুন মাত্রা যোগ করেছে।

শিশু সুরক্ষা কমিশনের নজরে এসেছে আন্দোলনে শিশুদের অংশগ্রহণের বিষয়টি। তবে শিক্ষকদের কাছে সরাসরি কোনো প্রশ্ন না তুলে, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস পুলিশকে নোটিস পাঠিয়েছেন।

এই প্রসঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান যে, কিছু পড়ুয়াকে তাঁরা রাস্তায় বসিয়ে পাঠদান, আঁকা শেখানো ও গল্প বলার ব্যবস্থা করেছেন। কিন্তু যারা প্ল্যাকার্ড হাতে মিছিল করেছে, তাদের আন্দোলনে অংশগ্রহণের সঙ্গে আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই।

তবে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে জবাব তলব করা আন্দোলনের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন অনেকে। যদিও যেহেতু সরাসরি পুলিশকেই নোটিস পাঠানো হয়েছে, তাই আন্দোলনকারীদের একাংশ বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চাইছেন না।

Comments are closed.