State Government No Leave : বড় সিদ্ধান্ত রাজ্যের! বন্‌ধ সংস্কৃতি রুখতে রাজ্যের নয়া নির্দেশ!

12

ডিজিটাল ডেস্ক, ৭ জুলাই : আগামী ৯ জুলাই, বুধবার, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে যোগ দিচ্ছে একাধিক শ্রমিক সংগঠন। তবে ওই দিন রাজ্য সরকারের সব দফতর খোলা থাকবে স্বাভাবিক নিয়মেই। নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ জারি করে জানানো হয়েছে—কোনও ছুটি দেওয়া হবে না, কর্মীদের বাধ্যতামূলকভাবে হাজিরা দিতেই হবে (State Government No Leave)।

৯ জুলাই সমস্ত সরকারি ও সরকার-পৃষ্ঠপোষক অফিস খোলা থাকবে এবং সংশ্লিষ্ট সকল কর্মীকে নিয়মমতো উপস্থিত থাকতে হবে। ওই দিনে কোনও প্রকার ক্যাজুয়াল ছুটি বা আধা দিনের ছুটি মঞ্জুর হবে না। অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীর বেতন কর্তন হতে পারে এবং প্রয়োজনে শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর না এলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে নির্দিষ্ট চারটি ক্ষেত্রে ব্যতিক্রমের সুযোগ থাকবে।

১. যদি কোনো কর্মী হাসপাতালে ভর্তি থাকেন।
২. পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ঘটনা ঘটে।
৩. কর্মী নিজে গুরুতর অসুস্থ থাকেন।
৪. কর্মী ৮ তারিখের আগেই অনুপস্থিত থাকেন।
৫. সন্তানের দেখভাল, মাতৃত্বকালীন ছুটি বা অসুস্থতার কারণে আগেই ছুটি মঞ্জুর থাকলে, সেই ছুটি অপরিবর্তিত থাকবে।

উপরে উল্লিখিত কারণগুলি ছাড়া, যদি কোনো কর্মী হঠাৎ ছুটি নেন, তবে সরকারের পক্ষ থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শোকজ নোটিশের উত্তর না দিলে, তদনুসারে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখযোগ্য যে, ২১টি বিদ্যমান শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড কার্যকর করার বিরোধিতায় বামপন্থী শ্রমিক সংগঠনগুলি ৯ জুলাই দেশব্যাপী বন্‌ধের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনের আহ্বানে ৯ জুলাই দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রম সংগঠনগুলির দাবি, মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে, কারণ এই কোডের ফলে কর্মঘণ্টা ১২ ঘণ্টায় উন্নীত হয়েছে এবং সংগঠিত ক্ষেত্রের প্রায় ৭৫ শতাংশ শ্রমিক শ্রম সুরক্ষার আওতার বাইরে চলে গেছেন। এই দাবিগুলি ঘিরেই আগামী বুধবার সারা দিনব্যাপী ধর্মঘট পালন করা হবে।