STORM: আধ ঘণ্টার বৃষ্টিতেই অচল হয়ে পড়ল মহানগর। ম্লান হয়ে গেল স্মার্ট সিটির নাগরিক অভিমান। শুধু গুয়াহাটিই নয়, শনিবার রাতের ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে যায় গোটা রাজ্য।
STORM: কালবৈশাখী ঝড়ে তছনছ গুয়াহাটি সহ গোটা রাজ্য
কামপুর, জামুগুড়িহাট, চন্দ্রপুর, গোলকগঞ্জে ঝড়
ঘণ্টা প্রতি ১০০-১২০ কিলোমিটার বেগে হাওয়া
ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি গোটা রাজ্যে
বৃষ্টির জমা জলে ব্যাপক যানজট মহানগরে
টানা লোডশেডিঙে নাজেহাল রাজধানী শহর
যোগাযোগ বিচ্ছিন্ন ১৫ নম্বর জাতীয় সড়কে
বৃষ্টির জমা জল ফের একবার খোলস খুলে দিল স্মার্ট সিটি গুয়াহাটির। শনিবার সন্ধ্যার আধ ঘণ্টার বৃষ্টিতেই অচল হয়ে পড়ে রাজধানী শহর। জমা জলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
স্তব্ধ হয়ে পড়ে গণেশগুড়ি, লাখটকিয়া, চাঁদমারি, অনিলনগর, লাচিতনগর সহ মহানগরীর বিভিন্ন এলাকা। ঝড় বৃষ্টির ফলে লোডশেডিঙের কবলে পড়েন মহানগরবাসী। কোনও কোনও এলাকায় পুরো রাত অন্ধকারেই কাটাতে হয় নাগরিকদের।
ঝড়-বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চন্দ্রপুরেও। নারেঙ্গি-চন্দ্রপুর-মরিগাঁও সড়কে ঝড়ে উপড়ে পড়ে বিশাল গাছ। ফলে ব্যহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। আমগাঁও তাড়িবাগানে রাস্তায় ভেঙে পড়া গাছের নীচ দিয়েই বাইক নিয়ে পার হতে দেখা যায় যাত্রীদের।
দলগাঁওয়ে ১৫ নম্বর জাতীয় সড়কে বিশাল গাছ পড়ে যাওয়ায় ব্যাহত হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।
গোলকগঞ্জের বিসনদৈ এবং বর চরাইখোলায় আবার উড়ে যায় ঘরের ছাদ। রাস্তায় ভেঙে পড়ে বিশাল গাছ। কোথাও আবার ঘরের ছাদের উপরই ভেঙে পড়ে গাছ। একটুর জন্য প্রাণে বেঁচে যান পরিবারের লোকরা। পুরো রাত ব্যাহত ছিল বিদ্যুৎ পরিষেবা।
জামুগুড়িহাটেও গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ১৫ নম্বর জাতীয় সড়কে। তৌভঙা ও বামুনিপামে বিস্তর ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক পরিবার।
ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কামপুরেও। বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাওয়ায় বিঘ্নিত হয় যাতায়াত ব্যবস্থা।
সবমিলিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নাজেহাল গুয়াহাটি সহ গোটা অসম।
To know more : https://www.facebook.com/share/v/16PK1pAVeW/
Comments are closed.