Suicide Attempt At High Court : হঠাৎ কী হল? হাই কোর্টের গেটে ভয়াবহ কান্ড! ‘গায়ে আগুন দেওয়ার চেষ্টা’ তিন মহিলার!
ডিজিটাল ডেস্ক, ১২ অগাস্ট : কলকাতা হাই কোর্টের গেট নম্বর ‘ই’-এর সামনে মঙ্গলবার সকালে তিন মহিলা আত্মহত্যার চেষ্টা করেন (Suicide Attempt At High Court)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকাই ওই তিনজন হাই কোর্টের গেটের সামনে এসে উপস্থিত হন। মুহূর্তের মধ্যে তাঁদের মধ্যে একজন নিজের শরীরে কেরোসিন ঢেলে দেন। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের আটকাতে সক্ষম হয়, ফলে কোনও বড় অঘটন ঘটেনি।
প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গেছে, তিন মহিলার নাম—পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই এবং বন্দনা নস্কর। তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই তিনজনের সঙ্গে কেরোসিন তেল ছিল। হাই কোর্টের গেটের সামনে পৌঁছেই পূর্ণিমা নিজের শরীরে কেরোসিন ঢেলে দেন। তবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিনজনকেই আটক করে।
হাই কোর্ট চত্বর থেকেই ওই তিন মহিলাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, ঘটনার পেছনের কারণ জানতে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ঠিক কী কারণে তাঁরা হাই কোর্টের সামনে উপস্থিত হয়েছিলেন এবং কেন পূর্ণিমা আত্মহত্যার চেষ্টা করেন, তা এখনও পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন মহিলা দাবি করেছেন, ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁরা এই চরম পদক্ষেপ নিয়েছেন।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই তিন মহিলা দাবি করেছেন যে এসআইআর-এর কারণে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। যদিও বাস্তবে পশ্চিমবঙ্গে এখনও এসআইআর প্রক্রিয়া শুরুই হয়নি। নির্বাচন কমিশন বিহারে এই কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও তা চালু করার পরিকল্পনা রয়েছে। তবে বিহার ছাড়া দেশের অন্য কোনও রাজ্যে এখনও পর্যন্ত এসআইআর কার্যক্রম শুরু হয়নি।